Tuesday, January 13, 2026

৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস: সেরা ছবির মুকুট ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর


ছবিঃ ক্রিটিকস চয়েজে বাজিমাত করলেন কারা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বার্কার হ্যাঙ্গারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস। চলচ্চিত্র ও টেলিভিশন—দুই বিভাগ মিলিয়ে এবারের আসরে প্রত্যাশিত জয় যেমন ছিল, তেমনি ছিল কিছু উল্লেখযোগ্য সাফল্য।

এবারের সবচেয়ে বড় প্রাপ্তি এসেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার ঝুলিতে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি ছবিটির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পুরস্কার মৌসুমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত একটি প্রজেক্ট।

অন্যদিকে ‘সিনার্স’ এবং ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’—এই দুটি সিনেমা সর্বোচ্চ চারটি করে পুরস্কার জিতে নজর কেড়েছে। বিশেষ করে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’-এ জ্যাকব এলর্দির পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।

অভিনয় বিভাগে বড় অর্জন এসেছে টিমোথি শ্যালামের জন্য। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি, ‘হ্যামনেট’ সিনেমায় সংবেদনশীল অভিনয়ের জন্য। পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অ্যামি ম্যাডিগান (‘ওয়েপনস’)।

অ্যানিমেশন ও সংগীতেও সাফল্য দেখিয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’। সিনেমাটি সেরা অ্যানিমেশন ও সেরা গানের পুরস্কার জিতেছে। কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্য নেকেড গান’। বিদেশি ভাষার সেরা ছবির পুরস্কার পেয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’।

টেলিভিশন বিভাগে আধিপত্য ছিল সিরিজগুলোর। এইচবিওর ‘দ্য পিট’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার, যেখানে সেরা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইলি। ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান রিয়া সিহর্ন (‘প্লুরিবাস’)। কমেডি সিরিজ হিসেবে সেরা নির্বাচিত হয়েছে অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’, যেখানে শেঠ রোগান সেরা অভিনেতা হন। কমেডিতে সেরা অভিনেত্রী হয়েছেন জিন স্মার্ট (‘হ্যাকস’)।

লিমিটেড সিরিজ বিভাগে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’ চারটি পুরস্কার জিতে টেলিভিশন অংশে সবচেয়ে সফল সিরিজে পরিণত হয়। আর সেরা টক শো হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ‘জিমি কিমেল লাইভ!’।

অনুষ্ঠানটি টানা চতুর্থবারের মতো সঞ্চালনা করেন কৌতুকাভিনেত্রী চেলসি হ্যান্ডলার। তার প্রাণবন্ত উপস্থাপনায় এবারের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন