Tuesday, October 14, 2025

২০২৬ সালের এপ্রিলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আমি আগে বলেছি, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হবে। এখন আমি নিশ্চিত করে বলছি, আগামী জাতীয় নির্বাচন এপ্রিল ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটগুলোর মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের প্রবণতা গণতন্ত্র ও জনগণের প্রতি বিশ্বাসকে ধ্বংস করেছে।

ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যা হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ অংশগ্রহণমূলক। এই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে। বিশেষ করে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুশাসন নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

তিনটি ম্যান্ডেট: সংস্কার, বিচার ও নির্বাচন

প্রধান উপদেষ্টা তার সরকারের তিনটি প্রধান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন— সংস্কার, বিচার ও নির্বাচন।
তিনি বলেন, “আগামী রোজার ঈদের আগেই সংস্কার ও বিচারের অগ্রগতির দৃশ্যমান চিত্র জাতি দেখতে পাবে। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন হবে এমন একটি সুযোগ, যেখানে জনগণ পরিচিত প্রতীক দেখে নয়, প্রতিশ্রুতি যাচাই করে ভোট দেবে। “নতুন বাংলাদেশ” গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণকে সজাগ ও সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভোটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করে নিন। তারা যেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আপসহীন থাকেন এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ দেশ পরিচালনায় অঙ্গীকারবদ্ধ থাকেন।”

তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু ভোট দেওয়ার ঘটনা নয়—এটা ইতিহাস গঠনের সুযোগ। শহিদদের আত্মত্যাগ যেন অর্থবহ হয়, সেটা নির্ভর করছে আমাদের ভোটের ওপর।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন