- ১৩ অক্টোবর, ২০২৫
রয়টার্সের মূল অ্যাকাউন্ট এবং রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্ট শনিবার সন্ধ্যায় ভারতের এক্স ব্যবহারকারীদের জন্য হঠাৎ করে অপ্রাপ্য হয়ে যায়। তবে রোববার সেই অ্যাক্সেস আবার চালু হয়।
রয়টার্স জানিয়েছে, ভারতের ব্যবহারকারীরা রয়টার্সের অ্যাকাউন্ট দেখতে গিয়ে দেখতে পান, যার ফলোয়ারের সংখ্যা ২.৫ কোটি, একটি বার্তা প্রদর্শিত হচ্ছে যেখানে লেখা, “আইনি অনুরোধের প্রেক্ষিতে এই অ্যাকাউন্টটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।”
তবে ভারত সরকারের একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, রয়টার্সের অ্যাকাউন্ট সীমাবদ্ধ করার জন্য তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, “আমরা এক্স-এর সঙ্গে এ নিয়ে কাজ করছি এবং সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
রয়টার্সের একজন প্রতিনিধি বলেন, তারা “এক্স-এর সঙ্গে মিলে বিষয়টির সমাধানে কাজ করছে।” রয়টার্স আরও জানায়, তাদের সোশ্যাল মিডিয়া টিম মে মাসে এক্স থেকে একটি নোটিফিকেশন পেয়েছিল, যেখানে বলা হয় ভারত সরকারের অনুরোধে কিছু কনটেন্ট সীমিত করা হয়েছে। তবে ওই নোটিফিকেশনে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি কোন সংস্থা বা কনটেন্ট লক্ষ্যবস্তু ছিল।
এক্স (সাবেক টুইটার), সম্প্রতি ইলন মাস্কের আরেক কোম্পানি xAI-এর সঙ্গে একীভূত হয়েছে, এবং ভারত সরকারের বিভিন্ন কনটেন্ট ও অ্যাকাউন্ট সরানোর চাপে বহুবার সমালোচনার মুখ খুলেছে।
চলতি বছরের মার্চে এক্স ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছিল, যেখানে তারা অভিযোগ করে যে সরকার একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনেক কর্মকর্তাকে অবৈধভাবে কনটেন্ট সরানোর ও অ্যাকাউন্ট ব্লক করার ক্ষমতা দিচ্ছে, যা "নিয়ন্ত্রণহীন সেন্সরশিপ" চালু করছে। সরকার পাল্টা জানায়, ওয়েবসাইটটির উদ্দেশ্য শুধুমাত্র ক্ষতিকর কনটেন্ট সম্পর্কে কোম্পানিগুলোকে অবহিত করা।
গত বছর ব্রাজিলের সুপ্রিম কোর্টের সঙ্গে এক্স-এর একটি দীর্ঘ বিবাদে জড়িয়ে পড়ে, যার ফলে দেশটিতে তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় এবং এক মাসের বেশি সময় নিষিদ্ধ অবস্থায় ছিল।
টেকক্রাঞ্চের মন্তব্য চাওয়ার পর এক্স তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্সও ভারত সরকার ও এক্স-এর সঙ্গে যোগাযোগ নিয়ে টেকক্রাঞ্চের বাড়তি প্রশ্নের কোনো জবাব তখনই দেয়নি।
তথসুত্রঃ টেকক্রাঞ্চ