Friday, December 5, 2025

উপদেষ্টা ফাওজুল কবির: ব্যাংক ঋণ ও বিদ্যুৎ-গ্যাস বিল না দেওয়াই দেশের বড়লোক হওয়ার মূল চাবিকাঠি


ফাইল ছবিঃ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের বড়লোকদের বৈশিষ্ট্য তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যারা ব্যাংক ঋণ পরিশোধ করেন না এবং গ্যাস ও বিদ্যুৎ বিল দেয় না, মূলত তারাই এ দেশে ধনী হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বিডা ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫০ জন শীর্ষ ব্যবসায়ীর উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বেসরকারি খাতের বিকাশকে ক্রোনি ক্যাপিটালিজম হিসেবে অভিহিত করে বলেন, “আমাদের দেশে বড়লোক কারা? যারা ব্যাংক ঋণ দেয় না। সম্পদশালী কারা? যারা গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। তবে এই পরিস্থিতির জন্য আমি এককভাবে ব্যবসায়ীদের দায়ী করতে চাইছি না। সিস্টেমই এমন ছিল।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মূলত পণ্য উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে ধনসম্পদ গড়ে তোলেন এবং সরকার বেসরকারি খাতের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠান শেষে তিনি জরুরি বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ফাওজুল কবির খান চলে যাওয়ার পর উপস্থিত ব্যবসায়ীরা তাঁর বক্তব্যের প্রতি মত প্রকাশ করেন। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “বাংলাদেশে বিত্তবানরা শুধু ব্যবসায়ীরাই নন, আমলারা ও এই দৌড়ে জড়িত। যারা টাকা পাচার করেছে, তার মধ্যে অনেকেই সরকারি কর্মকর্তা।”

তিনি আরও বলেন, “যাদের ধরা উচিত ব্যবসায়ী যারা টাকা চুরি, গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি করেছে তাদের দায় আমরা নিতে চাই না।”

এবারের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের বড়লোকত্ব কেবল ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে নয়, বরং কিছু ক্ষেত্রে সরকারি প্রক্রিয়া ও অনিয়মের মাধ্যমে গড়ে উঠেছে বলে বিশ্লেষণ করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন