- ২১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ নিয়ে জাপানে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় কে–পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত ঐতিহ্যবাহী টোকিও ডোমে টানা তিন দিন কনসার্ট করেছে রোজে, জেনি, লিসা ও জিসু। ওয়াইজি এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এই তিনটি শোতে মোট প্রায় ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিটি কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ গান পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন ব্ল্যাকপিংকের চার সদস্য। গানের তালে তালে দর্শকরাও কণ্ঠ মেলান, পুরো ডোম জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নাচ, আলো ও সংগীতের সমন্বয়ে কনসার্টজুড়ে ছিল টানটান উত্তেজনা।
এরপর একে একে পরিবেশিত হয় তাদের জনপ্রিয় সব গান ‘হুইসেল’, ‘বুম্বায়া’ ও সাম্প্রতিক হিট ‘জাম্প’। প্রতিটি গানে দর্শকের উচ্ছ্বাস আরও বাড়তে থাকে, যা কনসার্টকে পরিণত করে এক স্মরণীয় অভিজ্ঞতায়।
কনসার্টের শেষ মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি গ্রুপের সদস্যরা। দর্শকদের উদ্দেশে তাঁরা বলেন, এত দ্রুত সময় কেটে যাওয়ায় মন খারাপ লাগছে। তিন দিনের অসাধারণ ভালোবাসা ও সমর্থনের জন্য জাপানের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এবার পাড়ি জমাবে হংকংয়ে। সেখানে কাই তাই স্পোর্টস পার্কে ২৪ থেকে ২৬ জানুয়ারি তিনটি শো করবে গ্রুপটি। এই শোগুলোর মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের পর্দা নামবে।
এদিকে দীর্ঘ সাড়ে তিন বছর পর নতুন অ্যালবাম নিয়েও ফিরছে ব্ল্যাকপিংক। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’। এতে অন্তর্ভুক্ত থাকবে আলোচিত গান ‘জাম্প’, যা ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশের পর বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকায় শীর্ষস্থান দখল করেছিল।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ব্ল্যাকপিংকের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বর্ন পিংক’। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় তাদের জনপ্রিয় ইপি ‘কিল দিস লাভ’।