Tuesday, January 13, 2026

তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন অবসরপ্রাপ্ত তিন সেনা কর্মকর্তা


ফাইল ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তাঁর নিরাপত্তা দলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর তিন কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১০টা ৩৮ মিনিটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নিরাপত্তা দলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেজর (অব.) মইনুল হোসেনকে পরিচালক (প্রটোকল) এবং ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে পরিচালক (সমন্বয়) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ পুনর্গঠন করা হয়। এ সময় বাহিনীটির সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়।

নতুন কাঠামোয় সিএসএফের দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে এই বাহিনী।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন