- ১৩ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় শীতের প্রকোপ চরম আকার ধারণ করেছে। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নওগাঁর বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমেরও সর্বনিম্ন।
হঠাৎ করে তাপমাত্রা এতটা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় হাড়কাঁপানো ঠাণ্ডায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোরের দিকে কাজে বের হওয়া কৃষিশ্রমিক, দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগ চোখে পড়ার মতো।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, “৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।”
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তা প্রায় সাড়ে চার ডিগ্রি কমে যায়। তাপমাত্রা হ্রাসের সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে খুব কম, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক বলেন, “আকাশে মেঘের উপস্থিতি ও বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বর্তমান তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যে পড়ছে।”
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। নওগাঁয় বর্তমান পরিস্থিতিতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।