Tuesday, January 13, 2026

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্থগিত


ছবিঃ ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল স্থগিত করা হয়। নদী ও আশপাশের এলাকায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার গভীর রাত থেকেই নদীপথে ঘন কুয়াশা জমতে শুরু করে। ফলে ভোরের দিকে দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তিনি বলেন, “নৌ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি।”

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরগামী যাত্রী ও যানবাহনগুলোকে ঘাট এলাকায় অপেক্ষা করতে দেখা গেছে।

শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এ ধরনের সাময়িক স্থগিতাদেশ নৌপথে নতুন নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন