- ১৩ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নরিনপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চার মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় চারটি বসতঘর সম্পূর্ণ ও আংশিকভাবে পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল দিকে নরিনপুর এলাকার দুলাল হোসেনের বসতঘর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুলাল হোসেনের চার মাসের শিশু আয়াত হোসেন আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অগ্নিকাণ্ডে দুলাল হোসেন ও সিরাজ উদ্দিনসহ মোট চারটি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রেজাউল হক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “আগুনে তিনটি ঘর সম্পূর্ণ এবং একটি ঘর আংশিকভাবে পুড়ে গেছে। শিশুটি মারাত্মকভাবে দগ্ধ হয়।” বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ড ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ মর্মান্তিক ঘটনায় নরিনপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডে শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।