Monday, January 19, 2026

স্ত্রী ২’র হিট গান ‘আজ কি রাত’ পৌঁছালো এক বিলিয়ন ভিউর মাইলফলকে


ছবিঃ ‘আজ কী রাত’ গানে তামান্না (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত আলোচিত ছবি ‘স্ত্রী ২’–এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। এই সাফল্যে দর্শক-ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, যাঁর প্রাণবন্ত নৃত্য গানটিকে বাড়তি আকর্ষণ দিয়েছে।

এই আনন্দঘন উপলক্ষে তামান্না নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গানের শুটিং সেট থেকে কিছু অপ্রকাশিত ভিডিও শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের পারফরম্যান্স দেখছেন তিনি। সেখানে শটের প্রশংসা করলে হাস্যরসের ছলে তামান্না তা নাকচ করে দেন। অন্য একটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় ছবির অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—এই ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।”

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগর। মুক্তির পরপরই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে তামান্নার নাচ গানটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখে।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়।

এর আগে এক সাক্ষাৎকারে তামান্না মজার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, অনেক মা তাঁকে বলেছেন—এই গানটি না বাজালে তাঁদের সন্তানরা খাবার খেতে চায় না। তামান্নার ভাষায়, “শিশুরা হয়তো গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তাদের খুব আনন্দ দেয়।”

বর্তমানে কাজের ব্যস্ততায় রয়েছেন তামান্না ভাটিয়া। তিনি প্রস্তুতি নিচ্ছেন পৌরাণিক আবহের থ্রিলার চলচ্চিত্র ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’–এর জন্য। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন