Tuesday, October 14, 2025

‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েল থেকে সরে দাঁড়ালেন দীপিকা, মাতৃত্বকে দিলেন অগ্রাধিকার


ফাইল ছবিঃ দীপিকা পাড়ুকোন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন মাতৃত্বের পর পুনরায় ক্যারিয়ারে ফিরে এসেছেন, তবে এবার তার কাজের ধরন ও সময়সূচি নিয়ে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হওয়া দীপিকা শুটিংয়ের সময় দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছেন।

সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতীয় চলচ্চিত্র জগৎকে আমরা শিল্প বলি, কিন্তু এটি কখনোই সংগঠিতভাবে পরিচালিত হয়নি। তিনি বলেন, “পুরুষ তারকারা বছরের পর বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন, কিন্তু এর জন্য কখনও সংবাদ শিরোনাম হয়নি। এখন সময় এসেছে শিল্পে কিছু নিয়মকানুন ও শৃঙ্খলা আনার।”

দীপিকার এই সিদ্ধান্তের জেরেই তিনি সন্দীপ রেড্ডি ভাঙের ‘স্পিরিট’ সিনেমা এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকে সরে দাঁড়ান। মাতৃত্বের পর নিজের মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি প্রতিদিন দীর্ঘ সময় শুটিং করতে চাননি। প্রযোজনা সংস্থা তাঁর অনুরোধ মেনে না নেওয়ায় দীপিকা স্বেচ্ছায় প্রকল্পগুলো থেকে সরেন।

এদিকে, বর্তমানে তিনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যেখানে শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়াও দীপিকা আটলি পরিচালিত নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন।

দীপিকার এই পদক্ষেপ বলিউডে মাতৃত্ব এবং ক্যারিয়ার ব্যালান্স নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে। অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, শিল্পের ভেতরে নিয়ম, শৃঙ্খলা ও পরিকল্পনার প্রয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন