- ১৯ জানুয়ারি, ২০২৬
কলকাতার ক্রীড়াপ্রেমীরা লিওনেল মেসির আগমনের জন্য যখন উচ্ছ্বাসে মেতে উঠেছেন, তখন এই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তিনি নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন, সল্ট লেক স্টেডিয়ামে নিজে উপস্থিত হয়ে মেসিকে স্বাগত জানাবেন।
শাহরুখ খান লিখেছেন, “এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়, আসছি একেবারে অন্য এক জাদুর ডাকে। আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি ‘মেসি’-ময়। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।”
কেকেআরের মালিক হিসেবে শাহরুখ সাধারণত ক্রিকেট সংক্রান্ত কারণে কলকাতায় আসেন। তবে এবার সফরের উদ্দেশ্য একেবারেই বিশেষ বিশ্বসেরা ফুটবল তারকাকে স্বাগত জানানো। এই ঘোষণা মুহূর্তেই শহরের ক্রীড়াপ্রেমী ও শাহরুখ-ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
বলিউডের সুপারস্টার হলেও শাহরুখের খেলার প্রতি আবেগ প্রকাশ্যে বহুবার দেখা গেছে। তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক। কেকেআরের ম্যাচে মাঠে তাঁর উপস্থিতি ও দর্শকদের উজ্জীবিত করার দৃশ্য কলকাতার ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে গেছে। এছাড়া তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সেরও মালিক।
শাহরুখ কখনোই শুধু ক্রিকেটে নয়, ফুটবলকেও অনুরাগী। ২০১১ সালে মেসির প্রথম কলকাতা সফরের পর থেকে তিনি প্রকাশ্যে তাঁর প্রশংসা করে আসছেন। মুম্বাই ও কলকাতার বিভিন্ন ফুটবল ইভেন্টে তিনি শুভেচ্ছাদূতের ভূমিকায় থেকেছেন। শাহরুখের মতে, “খেলাধুলা মানুষের হৃদয়কে এক করে। বড় তারকার সঙ্গে সেলফির জন্য নয়, বরং খেলাকে সম্মান করতেই আমি এমন অনুষ্ঠানে থাকতে পছন্দ করি।”
কলকাতায় উৎসবের রঙ ছড়িয়েছে শহরের রাস্তাঘাট, শপিং মল, ক্লাবপাড়া সব জায়গায়। মেসি ও শাহরুখের যুগল উপস্থিতি শহরের জন্য এক বিরল মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি নিয়ে আলোচনার ঢেউ চলছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ক্রিকেট-ফুটবল দুই মহাতারকা একই মঞ্চে এ সুযোগ জীবনে একবারই আসে।”
এদিকে, সল্ট লেক স্টেডিয়ামকে উৎসবমুখরভাবে সাজানোর কাজ চলছে জোরকদমে। টিকিট কেনার জন্য দর্শকরা প্রতিযোগিতা করছেন, যা উচ্ছ্বাসের সঙ্গে সামান্য উৎকণ্ঠাও যোগ করেছে।