Friday, December 5, 2025

সিলেটে চোর সন্দেহে দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেফতার ১


ছবি: দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া (২৫) নামক এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে দৃষ্টিপ্রতিবন্ধী এক যুবককে গাছে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ বুড়দেও গ্রামে ঘটে এ মানবতাবিরোধী ঘটনা, যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম জালাল মিয়া (২৫)। তিনি দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে এবং জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর জালালের মা শিরিয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজন আরফান আলী (৪২) কে গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের উছমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে ইউনূস আলীর জামা থেকে টাকা চুরির অভিযোগ ওঠে। পরে ইউনূস, তাঁর ভাই আরফানসহ কয়েকজন জালালকে নদীর ধারে একটি নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে। এরপর তাকে রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে জিজ্ঞাসাবাদ ছাড়াই পাশবিক আচরণের শিকার হতে হয়।

জালাল পুলিশকে জানান, তিনি কিছুই বুঝতে পারেননি; ঘুম থেকে জেগে ওঠার আগেই কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে গাছে ঝুলিয়ে মারধর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, “নির্যাতনের শিকার জালালের মা থানায় এসে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠাই। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকারকর্মীরা দ্রুত সকল আসামিকে গ্রেফতার ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর নির্যাতনের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন