Friday, December 5, 2025

ভাঙ্গায় বাস–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪


ছবিঃ বাস–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে এক শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা নিউ মডার্ণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস রেল ক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চার যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নাহার বেগম (৫৫), তাঁর মেয়ে রিমু বেগম (৩৫) এবং তিন বছরের নাতি রায়হান। একই ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬৫) নিহত হন, যার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পর লাশ পরিবারে হস্তান্তর করা হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন