Tuesday, October 14, 2025

সান সেবাস্তিয়ান উৎসবে গাজার পরিস্থিতি নিয়ে জেনিফার লরেন্স: “গণহত্যার কিছু কম নয়”


ফাইল ছবিঃ জেনিফার লরেন্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। গাজার বর্তমান পরিস্থিতিকে তিনি স্পষ্টভাবে “গণহত্যার কিছু কম নয়” হিসেবে বর্ণনা করেছেন।

আজ শুক্রবার উৎসবে আয়োজিত সংবাদ সম্মেলনে লরেন্স বলেন, “আমি ভয় পাচ্ছি। যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।” তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, noting যে বর্তমান প্রজন্ম নেতাদের মিথ্যা ও সহানুভূতির অভাবের বাস্তবতায় বড় হচ্ছে।

লরেন্স স্পষ্ট করে বলেন, শিল্পীদের ওপর বিশ্বের জটিল রাজনৈতিক সমস্যার সমাধানের দায় চাপানো উচিত নয়। তাঁর মতে, মতপ্রকাশের স্বাধীনতা বর্তমানে হুমকির মুখে এবং চলচ্চিত্র উৎসবগুলো এই দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ।

লরেন্সের নতুন ছবি ‘ডাই মাই লাভ’ আজ উৎসবে প্রিমিয়ার হচ্ছে। ছবিতে তিনি গ্রেস চরিত্রে অভিনয় করেছেন, যিনি সদ্য মা হওয়া এক নারী, যাঁর মানসিক অস্থিরতা ও দাম্পত্য টানাপোড়েনের গল্প বর্ণনা করা হয়েছে। সিনেমাটি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এবং ২৪ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম মুবি।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন