Friday, October 24, 2025

সালমান শাহ হত্যা মামলা: ২৯ বছর পর আদালত দিয়েছে তদন্তের নির্দেশ


ফাইল ছবিঃ সালমান শাহ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছে। এই আদেশে বলা হয়েছে, রমনা থানাকে দ্রুত তদন্ত করে এবং হত্যার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার (২২ অক্টোবর) এ আদেশ দেন।

সালমান শাহের মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে তাঁর ছেলের মৃত্যুকে হত্যা হিসেবে দাবি করে আসছিলেন। ২০২১ সালে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি আদালতে নারাজি আবেদন করেছিলেন। তাতে বলা হয়েছিল, সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু নীলা চৌধুরী বিশ্বাস করেন যে, তাঁর ছেলে হত্যা হয়েছেন। আদালত তার রিভিশন আবেদন গ্রহণ করে, হত্যা মামলার স্বীকৃতি দিয়েছে।

সালমান শাহের মৃত্যুর পর তার পরিবার বারবার দাবি করেছে, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে সালমান শাহ তার ইস্কাটন রোডের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যান। মৃত্যুর সময় তার শয্যাপাশে অবস্থা দেখে, তার মা নীলা চৌধুরী প্রথমেই মনে করেছিলেন, তার ছেলে আত্মহত্যা করেছে। তবে পরে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পিবিআই বলেছিল এটি আত্মহত্যা। কিন্তু সালমান শাহের পরিবারের দাবি ছিল—এটি হত্যাকাণ্ড।

এদিকে, সালমান শাহের মৃত্যু নিয়ে তাঁর স্ত্রী সামিরা বরাবরই আত্মহত্যার কথা বলেছিলেন। তবে, তাঁর পরিবারের অভিযোগ ছিল, সামিরা বিষয়টি এড়িয়ে যান। গত বছর তিনি বলেছিলেন, "সালমান শাহ আত্মহত্যা করতে পারে, কারণ তার মানসিক চাপ ছিল, এবং তিনি বহুবার আত্মহত্যার চেষ্টা করেছেন।"

সালমান শাহের বাবা কমর উদ্দিন চৌধুরীও বলেছেন, “সালমান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।” এবং এখন আদালতের নির্দেশে হত্যার মামলা শুরু হবে। এই মামলা নিয়ে সালমান শাহের পরিবার এখন শোকাহত হলেও তারা আশা করছেন, আদালত হত্যার বিষয়টি ঠিকভাবে তদন্ত করবে এবং খুনিদের বিচারের আওতায় আনবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন