- ১৬ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
চার মাস আগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খান ও তাসনিয়া ফারিণের এক অভিনব মুহূর্ত ছিল। সে সময়, পুরস্কার মঞ্চে তাসনিয়া ফারিণ শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মুহূর্তে ফারিণ বলেছিলেন, “ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?” তখন হাস্যকরভাবে আফরান নিশো মন্তব্য করেছিলেন, “তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?” কিন্তু শাকিব খান সেদিনই জানিয়ে দেন, “তোমার অডিশন লাগবে না।”
এখন, সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ তে নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সিনেমাটির তিন নায়িকার মধ্যে একজন হতে চলেছেন তিনি। যদিও আগে শোনা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল এই সিনেমায় থাকবেন, তবে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তাসনিয়া ফারিণ দ্বিতীয় নায়িকা হিসেবে সিনেমায় যুক্ত হচ্ছেন। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, তিনি শাকিব খানের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সিনেমাটির চরিত্রটিও তার পছন্দ হয়েছে। ফারিণের সঙ্গে সিনেমার প্রাথমিক কথাবার্তা ইতোমধ্যে সেরে ফেলা হয়েছে, তবে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান এখনও আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাচ্ছেন না।
‘প্রিন্স’ সিনেমার পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের বিপরীতে তাসনিয়া ফারিণের উপস্থিতি নতুন এক আকর্ষণ তৈরি করবে। এই সিনেমা যদি বাস্তবায়িত হয়, তাহলে এটি তাসনিয়ার শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্র হবে।
তাসনিয়া ফারিণের ক্যারিয়ার এখন পর্যন্ত বেশ সফল। ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে সফলতার পর, তিনি ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছিলেন। এরপর ঢালিউডে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু হয়, যা গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল।
এখন শাকিব খানের সঙ্গে তার প্রথম বড় সিনেমা ‘প্রিন্স’ যে আসছে, তা তাঁর ক্যারিয়ারে নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।