- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন ইলন মাস্ক। তার দাবি, অলাভজনক উদ্দেশ্যে যাত্রা শুরু করা ওপেনএআই পরবর্তীতে সেই লক্ষ্য থেকে সরে গিয়ে তাকে আর্থিকভাবে প্রতারিত করেছে। এই অভিযোগের ভিত্তিতে মাস্ক সর্বনিম্ন প্রায় ৭৯ বিলিয়ন ডলার থেকে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চান।
আর্থিক বিশ্লেষক ও বিশেষজ্ঞ সাক্ষী সি. পল ওয়াজানের মূল্যায়নের ওপর ভিত্তি করেই এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়েছে। জটিল বাণিজ্যিক মামলায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই অর্থনীতিবিদ এর আগে বহু উচ্চমূল্যের মামলায় সাক্ষ্য দিয়েছেন। তার বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় মাস্ক যে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন, তার সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত অবদানের মূল্য যোগ করেই বর্তমান ক্ষতিপূরণ হিসাব করা হয়েছে।
বিশেষজ্ঞের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য প্রায় ৫০০ বিলিয়ন ডলার ধরা হলে মাস্ক সেই প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশের দাবিদার হতে পারেন। হিসাব অনুযায়ী, ওপেনএআইয়ের ক্ষেত্রে কথিত অন্যায় লাভের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬৫ থেকে ১০৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, ওপেনএআইয়ের প্রায় ২৭ শতাংশ মালিকানাধারী মাইক্রোসফটের ক্ষেত্রে এই অঙ্ক হতে পারে আনুমানিক ১৩ থেকে ২৫ বিলিয়ন ডলার।
মাস্কের আইনজীবীদের দাবি, একজন প্রাথমিক বিনিয়োগকারী হিসেবে তিনি এমন রিটার্ন পাওয়ার অধিকার রাখেন, যা তার প্রাথমিক বিনিয়োগের তুলনায় বহু গুণ বেশি। তবে এত বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করায় এই মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বিবেচনায় নিলে এই ক্ষতিপূরণের অর্থনৈতিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তার মোট সম্পদ প্রায় ৭০০ বিলিয়ন ডলারের কাছাকাছি, যা বিশ্বের অন্য যেকোনো ধনকুবেরের তুলনায় অনেক বেশি। সম্প্রতি টেসলার শেয়ারহোল্ডাররাও তার জন্য ইতিহাসের সর্ববৃহৎ পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন দিয়েছেন।
এই প্রেক্ষাপটে ওপেনএআই কর্তৃপক্ষ মামলাটিকে আর্থিক বিরোধের চেয়ে বেশি একটি ধারাবাহিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সতর্ক করে জানিয়েছে, বিচার প্রক্রিয়া ঘনিয়ে এলে মাস্কের পক্ষ থেকে অতিরঞ্জিত ও নজরকাড়া দাবি আরও সামনে আসতে পারে।
ওপেনএআই ও ইলন মাস্কের মধ্যকার এই উচ্চপ্রোফাইল মামলা আগামী এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। প্রযুক্তি বিশ্ব এখন তাকিয়ে আছে এই মামলার পরিণতির দিকে, যা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যবসায়িক ও নীতিগত দিকনির্দেশনায় প্রভাব ফেলতে পারে।