Monday, January 19, 2026

অক্ষয় খান্নার স্বতঃস্ফূর্ত নাচ ও অভিনয়ে ‘ধুরন্ধর’ জগতে নতুন আলো


ছবিঃ এই ভাইরাল নাচের মধ্যে অনেকেই দেখতে পেয়েছেন অক্ষয়ের বাবা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্নার ছায়া (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অ্যাকশন–ড্রামা ঘরানার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’–এ অভিনয়ের সুবাদে আবারও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। পাকিস্তানি ডাকাত রেহমান চরিত্রে তার উপস্থিতি ও অভিনয় দর্শক এবং সমালোচকদের নজর কাড়ছে সমানভাবে। বিশেষ করে চরিত্র পরিচয়ের একটি নাটকীয় দৃশ্যে অক্ষয়ের স্বতঃস্ফূর্ত নাচ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এই ভাইরাল নাচের সঙ্গে তুলনা করা হচ্ছে অক্ষয়ের বাবা, বলিউডের প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না–এর ১৯৮৯ সালের একটি চ্যারিটি অনুষ্ঠানের নাচের ভিডিওর সঙ্গে। অনেকে মজা করে লিখেছেন, “বাপকে নকল করে বিখ্যাত ছেলে!”, আবার কেউ বলছেন, “এটা কাকতালীয় মিল—অক্ষয় হয়তো ভিডিওটি দেখেননি, তবে জেনেটিক বা স্বাভাবিকভাবে একই ভঙ্গি তৈরি হতে পারে।”

‘ধুরন্ধর’–এর শুটিংয়ের সময়ও এই নাচ সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল। অক্ষয়ের সহ–অভিনেতা ড্যানিশ পান্ডো জানিয়েছেন, “আমরা লেহ–লাদাখে গানটির শুটিং করছিলাম। পরিচালক শট ব্যাখ্যা করছিলেন। হঠাৎ অক্ষয় স্যার জিজ্ঞেস করলেন, ‘আমি কি নাচতে পারি?’ পরিচালক বললেন—‘তোমার যা খুশি করো’। এক টেকে সব হয়ে গেল। আমরা কেউই আশা করিনি।” কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলিও জানিয়েছেন, “ঠিক ছিল, তিনি শুধু হেঁটে আসবেন, কিন্তু তিনি নিজেই প্রস্তাব দিলেন, একটু নাচ করলে দৃশ্যটি আরও প্রাণবন্ত হবে। পুরোটা স্বতঃস্ফূর্ত।”

অক্ষয়ের অভিনয়কৌশলও ‘ধুরন্ধর’–এ প্রশংসিত হয়েছে। সমালোচকরা বলছেন, ছাবা–এর ‘ঔরঙ্গজেব’ চরিত্রে যে সংযম ও তীব্রতা দেখা গিয়েছিল, ‘ধুরন্ধর’–এ তা আরও সুসংহত এবং গভীর। চোখের ভাষা, সংলাপ বলার ছন্দ ও মৃদু অভিব্যক্তি মিলিয়ে রেহমান ডাকাতের চরিত্রটিকে অক্ষয় প্রাণবন্ত করেছেন।

দর্শক ও সমালোচকেরা একমত, অক্ষয়ের প্রাকৃতিক উপস্থিতি এবং সূক্ষ্ম অভিনয়ের কারণে ফ্রেমে তিনি আলাদা হয়ে ওঠেন। ‘ধুরন্ধর’–এর এই সাফল্য ২০২৫ সালের অক্ষয় খান্নার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা–ছেলের নাচের মিল নিয়ে চলছে সমালোচনামূলক এবং মজার ধরনের আলোচনা, তবে তা অক্ষয়ের স্বতঃস্ফূর্ত অভিনয়কে আরও প্রাণবন্তভাবে তুলে ধরেছে। ‘ধুরন্ধর’–এর মাধ্যমে অক্ষয় আবারও প্রমাণ করেছেন, বলিউডে তার প্রতিভা এখনও যথেষ্ট প্রাসঙ্গিক ও প্রভাবশালী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন