Monday, January 19, 2026

নতুন অধ্যায়ে ‘অ্যাভাটার’: মুক্তি পেল তৃতীয় কিস্তি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’


ছবিঃ ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে প্রযুক্তি ও আবেগের সমন্বয় ঘটিয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। জেমস ক্যামেরনের দীর্ঘ প্রতীক্ষিত এ চলচ্চিত্র বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর, এবং বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও এটি প্রদর্শিত হচ্ছে।

প্রায় তিন বছর পর আবার প্যান্ডোরার জগতে ফিরছে দর্শকরা। ট্রেলারে দেখা যায় নতুন প্রতিপক্ষ ‘অ্যাশ ক্ল্যান’, যার নেতৃত্বে রয়েছেন ভারাং (ওনা চ্যাপলিন)। এই গোষ্ঠী জেক সালি (স্যাম ওয়ার্থিংটন) এবং নেইতিরি (জোয়ি সালডানা)-এর জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াবে।

নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির দর্শক প্রতিক্রিয়ার ভিত্তিতে তিনি তৃতীয় ছবিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। তিনি বলেন, “লো আক চরিত্রটি দর্শকদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়েছে। তাই এই চরিত্রটি পরবর্তী ছবিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

ছবির গল্পে এবার আগুনের প্রতীক হিসেবে থাকবে অ্যাশ পিপল। ক্যামেরন বলেন, “আমি নাভিদের আরেকটি দিক দেখাতে চাই। প্রথম ছবিতে মানুষ নেতিবাচক চরিত্রে এবং নাভিদরা ইতিবাচক চরিত্রে দেখানো হয়েছে। এবার আমরা উল্টোটা করব।”

তবে নির্মাতা সতর্ক করেছেন, ছবিটি হয়তো অনেক ভক্তের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলবে না। তিনি বলেন, “ছবিটিকে আলাদা করতে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয়েছে। সাহসী সিদ্ধান্ত নিলে দর্শক এবং টাকার মূল্য সংরক্ষিত হয়।”

৪০০ মিলিয়ন ডলার বাজেটের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর বড় অংশের শুটিং হয়েছে নিউজিল্যান্ডে। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি মুক্তির সিদ্ধান্ত ক্যামেরন ছবিটির ফলাফল অনুযায়ী নেবেন। এছাড়া নতুন ‘টার্মিনেটর’ সিনেমার কাজও শীঘ্রই শুরু করবেন তিনি, তবে এতে আর্নল্ড শোয়ার্জনেগার থাকবেন না।

এবারের কিস্তিতে দর্শকরা প্যান্ডোরার নানাবিধ রহস্য, নতুন চরিত্র এবং উত্তেজনাপূর্ণ অ্যাকশন দেখার অপেক্ষায় থাকবেন। ‘অ্যাভাটার’ আবারও প্রমাণ করল, কল্পনার জগতের সীমাহীন সম্ভাবনা প্রযুক্তি ও গল্প বলার নৈপুণ্যের মেলবন্ধনে বাস্তবায়ন সম্ভব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন