Friday, December 5, 2025

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন; টানা দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে কাটছে বিশেষ দিনটি


ছবিঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী আজ সোমবার (৩ নভেম্বর) তার জন্মদিন উদযাপন করছেন। এদিনে তিনি ৫২ বছরে পা রাখলেন। বর্তমানে দেশে না থাকায় জন্মদিনটি কাটছে তিনি যুক্তরাষ্ট্রে। মা, মেয়ে ও বোনের সঙ্গে নিউইয়র্কে জন্মদিন উদযাপন করবেন তিনি। গত দুই বছর ধরে প্রতিবারই যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করছেন মৌসুমী।

অভিনেত্রী দেশে না থাকলেও তার স্বামী ওমর সানী বিশেষভাবে জন্মদিন উদযাপনের আয়োজন করেছেন। তিনি জানান, মৌসুমীর মা অসুস্থ থাকায় দেশে ফেরা সম্ভব হয়নি। তবে পরিবার ও ভক্তদের উদ্যোগে দিনটি সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। স্বামী মনে করেন, দেশে থাকলে জন্মদিন উদযাপনটা আরও আনন্দময় হতো।

মৌসুমী ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে অমর হয়ে রয়েছেন। শুধু সিনেমা নয়, নাটকেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন