Friday, December 5, 2025

নাসার মহাকাশ যাত্রা এবার নেটফ্লিক্সে


ফাইল ছবি (সংগৃহীত । ইন্টারনেট)

মহাকাশপ্রেমীদের জন্য দারুণ খবর! যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার তাদের রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে নভোচারীদের স্পেসওয়াক (মহাকাশে নভোযানের বাইরে হাঁটা বা ঘোরা) সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মাধ্যমে। চলতি বছরের শেষ নাগাদ এই যুগান্তকারী সুবিধা চালু হবে বলে জানা গেছে।

নাসা শুধু রকেট উৎক্ষেপণ আর স্পেসওয়াকই নয়, মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর সময় নভোচারীদের দৈনন্দিন কার্যক্রমও সরাসরি সম্প্রচার করবে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্রহী ব্যক্তিরা ঘরে বসেই মহাকাশ গবেষণার বিস্ময়কর সব মুহূর্তের সাক্ষী হতে পারবেন।

এই নতুন সুবিধা চালুর জন্য সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে নাসা। এই চুক্তির আওতায় নেটফ্লিক্সের সকল গ্রাহক তাদের নির্ধারিত সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে কোনো বিজ্ঞাপন ছাড়াই নাসার সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।

নাসা মনে করছে, এই নতুন উদ্যোগের ফলে মহাকাশ গবেষণার অবিশ্বাস্য সব দৃশ্য আরও বৃহৎ পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। মহাকাশের অপার রহস্য এবং নভোচারীদের দুঃসাহসিক অভিযান এখন আর কেবল বিজ্ঞানীদের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

মহাকাশ সম্পর্কে সাধারণ মানুষের কৌতূহল বাড়াতে এবং মহাকাশ বিজ্ঞানে আগ্রহ তৈরি করতে নাসার এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন