- ১৩ অক্টোবর, ২০২৫
হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ম্যাডসেন ৬৭ বছর বয়সে পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মালিবুর নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। এএফপি এ খবর জানিয়েছে।
কোয়েন্টিন টারান্টিনোর ছবিতে কাজ করে ম্যাডসেন বিশেষ পরিচিতি লাভ করেন। তার ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, "মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার শূন্যতা বহু মানুষ অনুভব করবে।"
ম্যাডসেন মূলত ১৯৯২ সালের ক্রাইম থ্রিলার ‘রেজারভোয়ার ডগ্স’-এর ‘মিস্টার ব্লন্ড’ এবং ‘কিল বিল’-এর ‘বাড’ চরিত্রের জন্যই সিনেমাপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছেন। এই দুটি সিনেমারই নির্মাতা ছিলেন কোয়েন্টিন টারান্টিনো। এছাড়াও, এই নির্মাতার ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড’ সহ অন্যান্য সিনেমাতেও ম্যাডসেনকে দেখা গেছে। চার দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি তিন শতাধিক চরিত্রে অভিনয় করেছেন।
তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ফ্রি উইলি’, ‘ডনি ব্রাস্কো’ ইত্যাদি। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘জেমস বন্ড’ সিনেমা **‘ডাই অ্যানাদার ডে’**তেও ম্যাডসেন অভিনয় করেন।
শুধুমাত্র সিনেমাতেই নয়, ভিডিও গেমের জগতেও মাইকেল ম্যাডসেন বেশ জনপ্রিয় ছিলেন। ‘গ্র্যান্ড থেফট অটো ৩’-এ তিনি কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি, তিনি কবিতার বেশ কয়েকটি সংকলনও প্রকাশ করেছেন, যা তার বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে।
মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী এবং মা ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন জনপ্রিয় অভিনেত্রী।