- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
এলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের সেবার শর্তাবলি হালনাগাদ করে জানিয়েছে, ‘টুইটার’ নাম, সংশ্লিষ্ট ট্রেডমার্ক এবং পরিচিত নীল পাখির প্রতীক এখনো তাদের মালিকানাতেই রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ ‘টুইটার’ নাম নিজেদের নামে নিবন্ধনের উদ্যোগ নেওয়ায় এই অবস্থান স্পষ্ট করল প্রতিষ্ঠানটি।
ভার্জিনিয়াভিত্তিক স্টার্টআপ ‘অপারেশন ব্লুবার্ড’ যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক দপ্তরে ‘টুইটার’ নাম নিবন্ধনের আবেদন করে দাবি করে, সামাজিক মাধ্যমটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখার মাধ্যমে এলন মাস্ক মূলত পুরোনো ‘টুইটার’ ব্র্যান্ডটি পরিত্যাগ করেছেন। তাদের যুক্তির পক্ষে তারা ২০২৩ সালের ২৩ জুলাই এলন মাস্কের একটি বক্তব্যের উল্লেখ করে, যেখানে তিনি সামাজিক মাধ্যমটি শিগগিরই ‘টুইটার’ নামকে বিদায় জানাবে বলে মন্তব্য করেছিলেন।
এই দাবির বিপরীতে এক্স আইনি লড়াইয়ে নেমেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, ‘টুইটার’, ‘টুইট’ শব্দ এবং নীল পাখির প্রতীক—সব কটির একচ্ছত্র মালিকানা এখনো এক্সের কাছেই রয়েছে। নাম পরিবর্তন হলেও এসব ব্র্যান্ডের আইনি অধিকার তারা কখনো ত্যাগ করেনি।
এদিকে অপারেশন ব্লুবার্ড ‘টুইটার ডট নিউ’ নামের একটি ওয়েবসাইটে সম্ভাব্য নতুন সামাজিক মাধ্যমের জন্য আগ্রহী ব্যবহারকারীদের তালিকাভুক্ত করছে। এই উদ্যোগে যুক্ত আছেন দুই আইনজীবী—ইলিনয় অঙ্গরাজ্যভিত্তিক মাইকেল পেরফ এবং টুইটারের সাবেক ট্রেডমার্ক আইনজীবী স্টিফেন কোয়েটস। পর্যবেক্ষকদের ধারণা, নতুন সামাজিক মাধ্যম চালুর চেয়ে ‘টুইটার’ নামের আর্থিক ও ব্র্যান্ডমূল্য অর্জন করাই তাদের মূল উদ্দেশ্য হতে পারে।
সম্ভাব্য সব ঝুঁকি এড়াতে এক্স তাদের সেবার শর্তাবলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন শর্তে বলা হয়েছে—এক্স বা টুইটার নাম, সংশ্লিষ্ট প্রতীক, লোগো, ডোমেইন কিংবা অন্য কোনো স্বতন্ত্র ব্র্যান্ড উপাদান ব্যবহার করার অধিকার কারও নেই, যদি না এক্সের লিখিত অনুমতি থাকে।
এর আগে সেবার শর্তাবলিতে শুধু ‘এক্স’ নামের উল্লেখ ছিল, ‘টুইটার’ নাম আলাদাভাবে উল্লেখ করা হয়নি। নতুন সংশোধনীতে বিষয়টি স্পষ্ট করে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া হালনাগাদ নীতিমালায় ইউরোপীয় ইউনিয়নের আইনসংক্রান্ত কিছু বিষয় এবং কনটেন্ট তৈরির নীতির পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গোপনীয়তা নীতিতেও বয়স যাচাই–সংক্রান্ত প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন তথ্য যুক্ত করেছে এক্স।