Friday, December 5, 2025

ম্যাকগাইভারের চরিত্রে কণ্ঠ দিয়ে শৈশবের স্মৃতিতে ভেসে গেলেন সজল


ছবিঃ ম্যাকগাইভার’-এর বাংলা ডাবিংয়ে সজল ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ঢালিউড অভিনেতা আবদুন নূর সজল শৈশবের স্মৃতিগুলো উজাড় করেছেন সম্প্রতি। তিন দশক আগে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘ম্যাকগাইভার’ দেখার অভিজ্ঞতা তার মনে আজও জীবন্ত। এবার তিনি সেই চরিত্রটির বাংলা কণ্ঠ দিয়েছেন, যা তাকে আবার শৈশবের দিনগুলোতে ফিরিয়ে এনেছে।

সজল জানিয়েছেন, ম্যাকগাইভারের চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য দুইবার অডিশন দিয়েছেন। সুযোগটি হাতছাড়া করতে চাননি তিনি। তিনি বলেন, “শৈশবে যখন এই চরিত্রটি দেখি, তখন ঘরে নানা ধরনের দুষ্টুমি করতাম। আজ ডাবিং করতে গিয়ে সেই দিনগুলোর স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে।”

সজল শেয়ার করেন এক ঘটনা, “আমাদের তিন ভাইবোনকে তখন পড়াতেন একজন শিক্ষক। তিনি একটু কড়া, আবার আদরও করতেন। ম্যাকগাইভার দেখে আমরা ঠিক করেছিলাম শিক্ষকের সঙ্গে একটু মজা করব। সিলিং ফ্যানের ওপর চাবি রাখলাম। সুইচ দিলে ফ্যান ঘুরবে আর চাবিটা পড়বে। শেষ পর্যন্ত চাবি টেবিলে পড়ে গেল, আমরা কান মলা খেলাম।”

অভিনেতা সজল বর্তমানে নাটক না করে সিনেমা ও ডাবিংয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এতে তার সহশিল্পী শবনম বুবলী, পরিচালক রাশেদা আক্তার। সজল জানান, শুটিং শেষ হলেও শিগগিরই নতুন সিনেমার গানের শুটিং শুরু করবেন।

তিনি বলেন, “দর্শক এখন অনেক অভিজ্ঞ, তাই কাজের মান ধরে রাখতে সময় বেশি লাগে। চরিত্র ও কস্টিউম নিয়ে বারবার আলোচনা করি যাতে দর্শক নতুন কিছু দেখতে পান।”

ডাবিং সংক্রান্ত প্রশ্নে সজল জানান, “সিনেমার শুটিং শেষ হলে ডাবিংয়ের কাজ করি। এটি আমি উপভোগ করি। বর্তমানে বাংলাভিশন চ্যানেলের ‘আবদুল হামিদ’ সিরিয়ালের ডাবিং করছি।”

সজলের মতে, ডাবিং ও অভিনয় একসঙ্গে সামলানো কঠিন হলেও আনন্দদায়ক। শৈশবের স্মৃতি ও বর্তমান কর্মজীবনের সংমিশ্রণ তার জন্য বিশেষ আনন্দের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন