Friday, December 5, 2025

মিস ইউনিভার্সে মিথিলার ন্যাশনাল কস্টিউমে জামদানি শাড়ির মহিমা


ছবি: তানজিয়া জামান মিথিলা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর নির্ধারিত হবে, কার হাতে উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। ততদিন প্রতিযোগীরা প্রতিদিন নানা প্রতিযোগিতা ও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।

বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজেদের দেশের ন্যাশনাল কস্টিউম পরে র‍্যাম্পে হাঁটেন। মিথিলা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বেছে নিয়েছেন জামদানি শাড়ি। শাড়িটির ডিজাইন ‘দ্য কুইন অব বেঙ্গল’ নামে পরিচিত। এতে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা তার জামদানি শাড়ির মূল মোটিফ।

মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি ও তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, “এই শাড়িতে প্রতিটি সুতায় আছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।”

শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি, বুনতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। এটি ডিজাইন করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। শাড়ির সোনার জরি ও গয়না ডিজাইনেও শাপলা ফুলের প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশীয় ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তুলে।

জামদানি বাংলাদেশের প্রাচীন ও বিশ্বখ্যাত হস্তশিল্প। ২০১৩ সালে ইউনেস্কো এই শিল্পকলাকে মানবতার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর উৎপত্তি ১৭ শতকের মোগল যুগ থেকে, যেখানে জামদানি শাড়ি ছিল রানী ও অভিজাতদের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ।

এই বিশেষ শাড়িটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী তাঁতশিল্পীদের নিপুণ কায়দায় বোনা। শাড়ির সাথে মিথিলার জুয়েলারি, ব্লাউজ ও অন্যান্য আনুষাঙ্গিকও ঐতিহ্য ও সৌন্দর্যের সমন্বয় ঘটিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন