Monday, January 19, 2026

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট: সেরা ৩০-এ তানজিয়া জামান মিথিলা


ছবিঃ তানজিয়া জামান মিথিলা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নেন। যদিও এরপর তিনি আর এগোতে পারেননি, তবু এটি বাংলাদেশের জন্য মিস ইউনিভার্সে প্রথম প্লেসমেন্ট, যা দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থিতি, স্টেজ পারফরম্যান্স এবং প্রস্তুতির মানে তিনি ইতিবাচক সাড়া পান। বিশেষ করে সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি দর্শক ও ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও মিথিলা এগিয়ে ছিলেন।

ভক্তরা প্রশ্ন করেছেন, ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন মিথিলা সেরা ৩০-এর পর এগোতে পারেননি। বিষয়টি ব্যাখ্যা করে বলা যায়, দর্শক ভোটের পাশাপাশি পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপনা দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্ত ও দেশবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে,
“বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে।”

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে জানিয়েছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত, এবং সকল সমর্থককে ধন্যবাদ জানিয়েছেন। দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং, আর সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্ট। এছাড়া প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন