Friday, December 5, 2025

মেটা, গুগল ও লিংকডইনের এআই ফিচারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ


ফাইল ছবিঃ অ্যাপল আইফোনে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, থ্রেডস, এক্স (সাবেক টুইটার) এবং রেডিট। (সংগৃহীত । আল জাজিরা । গেটি ইমেজেস]

স্টাফ রিপোর্ট: PNN 

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম উন্নয়নে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা যত বাড়ছে, ততই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা সংগ্রহ করা হচ্ছে তা নিয়ে তৈরি হচ্ছে নতুন ধন্দ।

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা, পাশাপাশি গুগল ও লিংকডইন এমন এআই ফিচার চালু করেছে যেগুলো ব্যবহারকারীর পাবলিক প্রোফাইল বা ইমেইল থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। গুগল ও লিংকডইন ব্যবহারকারীদের এআই ডেটা ব্যবহারে অপ্ট-আউট করার সুযোগ দিলেও, মেটা কোনো ধরনের ‘না’ বলার বিকল্প রাখেনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, এসব নতুন এআই ফিচারের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন, ছবি ও ভয়েস মেসেজ পর্যন্ত কোম্পানিগুলো সংগ্রহ করছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অস্বচ্ছ নীতিমালার সুযোগে ভুল তথ্য ছড়াচ্ছে এবং এতে সাধারণ ব্যবহারকারী বিভ্রান্ত হচ্ছে।

মেটার নতুন নীতিমালা ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। তবে তা সরাসরি ব্যক্তিগত মেসেজ, ছবি কিংবা ভয়েস নোট এআই প্রশিক্ষণে ব্যবহার করবে এমনটি নয়। মেটা বলেছে, তারা শুধুমাত্র পাবলিক পোস্ট, ছবি, রিল ও কমেন্ট সংগ্রহ করে এআই উন্নয়নে ব্যবহার করবে। তবে কোনো ব্যবহারকারীর নামে অন্য কেউ পাবলিক পোস্ট করলে, সেই তথ্যও এআই মডেলে যুক্ত হতে পারে।

মেটার এআই বন্ধ করার সরাসরি উপায় নেই। কেবল হোয়াটসঅ্যাপের প্রতিটি চ্যাটে আলাদাভাবে এআই ফিচার নিষ্ক্রিয় করা যায়।

একটি ভাইরাল পোস্টে দাবি করা হয় গুগল নাকি জিমেইলের প্রতিটি ইমেইল ও অ্যাটাচমেন্ট এআই-এর জন্য পড়ে।গুগল জানায়, এটি সত্য নয়। নতুন এআই ফিচার Gemini Deep Research ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে আলাদা করে অনুমতি দিতে হয়।

তবে স্মার্ট ফিচার চালু থাকলে গুগল জিমেইল ও ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ করে ইমেইল সাজেশন ও অন্যান্য স্বয়ংক্রিয় ফিচার দিতে পারে।
ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে স্মার্ট ফিচার বন্ধ করলে এআই এই ডেটা ব্যবহার করতে পারবে না।

৩ নভেম্বর থেকে লিংকডইন মার্কিন ব্যবহারকারীদের পাবলিক প্রোফাইল ও পোস্ট এআই ট্রেনিংয়ে ব্যবহার করছে।
তবে ব্যক্তিগত বার্তা এতে অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি মাইক্রোসফট ব্যবহারকারীদের প্রোফাইল তথ্য বিজ্ঞাপন ব্যক্তিগতকরণেও ব্যবহার করবে। লিংকডইনই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা সুস্পষ্টভাবে অপ্ট-আউট করতে পারেন।

যুক্তরাষ্ট্রে এখনো প্রযুক্তি কোম্পানির ডেটা ব্যবহারের বিষয়ে কোনো পূর্ণাঙ্গ ফেডারেল আইন নেই। ফলে ব্যবহারকারীদের সুরক্ষা নির্ভর করছে প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালার ওপর।

বিশেষজ্ঞরা বলছেন, এআই–নির্ভর নতুন ফিচার চালুর আগে ব্যবহারকারীদের উচিত নিয়মিতভাবে নিজেদের গোপনীয়তা সেটিংস পরীক্ষা করা এবং শর্তাবলি পড়া যদিও তা অনেক সময় ক্লান্তিকর।

ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত থাকবে এখনই তা স্পষ্ট নয়। তবে প্রযুক্তি কোম্পানির এআই দৌড়ে সাধারণ ব্যবহারকারীর গোপনীয়তাই সবচেয়ে অনিশ্চিত অবস্থায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন