- ১৩ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে নতুন একটি সমঝোতার খসড়া তৈরি হয়েছে। এ পরিকল্পনায় মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, প্রাইভেট ইক্যুইটি ফান্ড এবং প্রযুক্তি কোম্পানিগুলো বিনিয়োগ করে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক নতুন প্রতিষ্ঠান গঠন করবে, যারা দেশটির ভেতরে অ্যাপটি পরিচালনা করবে।
কূটনৈতিক সূত্র জানায়, এই কাঠামো নিয়ে মাদ্রিদে যুক্তরাষ্ট্র ও চীনা আলোচকদের মধ্যে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা প্রায় ৮০ শতাংশ শেয়ার রাখবে, বাকি অংশের মালিক হবেন চীনা শেয়ারহোল্ডাররা। অরাকল, আন্দ্রিসেন হরোভিৎস ও সিলভার লেক—এই বিনিয়োগকারীদের নাম এরই মধ্যে আলোচনায় এসেছে।
চুক্তি অনুযায়ী নতুন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকবে এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একজন সদস্যও অন্তর্ভুক্ত হবেন।
টিকটক নিয়ে এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত ফোনালাপে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
মঙ্গলবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটক নিষেধাজ্ঞার সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছেন, যাতে আলোচনা শেষ হওয়ার আগেই অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ না হয়ে যায়। ট্রাম্প এর আগে তিনবার নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা বাড়িয়েছিলেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, প্রথমে চীন কঠোর অবস্থানে থাকলেও ট্রাম্পের সরাসরি সতর্কবার্তার পর তারা আলোচনায় রাজি হয়। বেসেন্ট বলেন, “টিকটককে অন্ধকারে ডুবে যেতে দিতে ট্রাম্প প্রস্তুত ছিলেন—এই বার্তাই আলোচনার গতি বদলে দেয়।”
তিনি আরও জানান, নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ছাড় দেয়নি, তবে এমন কিছু শর্তে সমঝোতা হয়েছে যা জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে না।
টিকটক চুক্তি সম্পন্ন হলে এটি শুধু অ্যাপটির ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং ট্রাম্প-শি বৈঠকের পথও সুগম করবে, যা আগামী মাসেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।