Tuesday, October 14, 2025

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠের আকস্মিক মৃত্যু, বিনোদন জগতে শোকের ছায়া


ছবিঃ প্রিয়া মারাঠে (সংগৃহীত)

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মারাঠি ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার ভোর চারটায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিয়া মারাঠে ২০০৫ সালে মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখানো ইয়া’ দিয়ে অভিনয় জীবনের শুরু করেন। এরপর দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’-তে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হন। ২০০৮ সালে বলিউডে প্রবেশের মাধ্যমে তিনি ‘হমনে জিনা শিখ লিয়া’ চলচ্চিত্রে কাজ করেন।

হিন্দি ধারাবাহিকে সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুরের প্রযোজনায় ‘পবিত্র রিশতা’-য় বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও দর্শকের মন জয় করেন।

সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, “প্রিয়া সব সময় হাসিখুশি থাকত, সবার সঙ্গে মিশত। এত অল্প বয়সে ওর চলে যাওয়া ভীষণ দুঃখজনক।”

৩৮ বছর বয়সে প্রিয়ার আকস্মিক মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতের সঙ্গে সারা বিশ্বের দর্শকরাও শোকাহত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন