Friday, December 5, 2025

জিওহটস্টারের সঙ্গে সালমানের সরাসরি চুক্তি, পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন ঋষি নেগি


ফাইল ছবিঃ সালমান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ভারতের বহুল আলোচিত এবং বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক সালমান খান। প্রতি বছরই শো-তে তাঁর পারিশ্রমিক নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ায়। সম্প্রতি কিছু মিডিয়ায় বলা হয়েছে, সালমান এবার ‘বিগ বস’ থেকে ১৫০ কোটি রুপি থেকে ২০০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। তবে ‘বিগ বস ১৯’-এর নির্মাতা ঋষি নেগি এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন।

ঋষি নেগি জানান, “সালমানের চুক্তি সরাসরি জিওহটস্টারের সঙ্গে। তাই আমি সঠিক অঙ্ক জানি না। তবে যা-ই হোক না কেন, তিনি যে উচ্চ পারিশ্রমিকের যোগ্য, তা বলার অবকাশ নেই।”

নির্মাতার কথায়, সালমান শো-তে কোনও প্রতিযোগীর প্রতি পক্ষপাত দেখান না। তিনি শো-এর ভেতরের প্রতিটি ঘটনা মনোযোগ দিয়ে দেখেন এবং সপ্তাহান্তের পর্বের আগে নিজে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যাচাই করে মতামত গঠন করেন। নেগি বলেন, “ঘরের ভেতরে কী হচ্ছে, তার প্রতি সালমানের আগ্রহ অনেক। আমরা নির্মাতারা আমাদের দৃষ্টিভঙ্গি দিই, দর্শকদের প্রতিক্রিয়াও বিবেচনা করি, তারপর একত্রে সপ্তাহান্তের পর্ব তৈরি করি।”

ঋষি নেগি আরও জানান, সালমানকে ইয়ারপিস দিয়ে সংলাপ বলা হয়—এই গুজব সম্পূর্ণ মিথ্যা। “সালমান নিজে বিশ্বাস না করলে কোনো কিছু বলতে পারেন না। প্রতিক্রিয়াগুলো তাঁর নিজস্ব, তা লেখা বা সাজানো নয়।”

সালমান খানের ভবিষ্যৎ সম্পর্কেও আলোচনা করেছেন নেগি। তিনি বলেন, “প্রতিটি নতুন মৌসুম শুরু হওয়ার আগে সালমানের সঙ্গে বিস্তারিত বৈঠক হয়। শোর কাঠামো, সম্প্রচারের পরিকল্পনা—সব কিছু নিয়ে আলোচনা হয়। কিছু সময় আগে তিনি বলেছেন হয়তো আর শো করবেন না, কিন্তু এখন তাঁর এই শোর সঙ্গে আবেগপ্রবণ সংযোগ রয়েছে। স্টেজে উপস্থিতি, প্রতিযোগীদের সঙ্গে আলোচনার ধরন—সবকিছুই তাঁর নিজস্ব।”

২০০৪ সালের ‘বিগ বস’ চতুর্থ মৌসুম থেকে শো-এর সঞ্চালনা করছেন সালমান খান। তাঁর রসিকতা, কঠোর মন্তব্য এবং আন্তরিক সম্পৃক্ততার কারণে ‘বিগ বস ১৯’ এখনও ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো।

সালমানের পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্রের খবর অনুযায়ী, আগে তিনি প্রায় ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেতেন। বর্তমানে এটি বেড়ে প্রায় ১২০ থেকে ১৪০ কোটি রুপিতে পৌঁছেছে। গুজবের ১৫০ কোটি রুপির দাবি পুরোপুরি মিথ্যা নয়, তবে ২০০ কোটি রুপির সংবাদ অতিরঞ্জিত বলে মনে করা হচ্ছে।

এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, সালমান খানের পারিশ্রমিক ও শোর সঙ্গে তাঁর সম্পৃক্ততা সম্পর্কে মিডিয়ার নানা গুজবের চেয়ে বাস্তবতা কিছুটা ভিন্ন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন