Monday, January 19, 2026

জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে বিদেশি ড্রোন বিক্রি নিষিদ্ধ


ছবিঃ ড্রোন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নতুন করে বিদেশে তৈরি সব ধরনের ড্রোন বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। সোমবার ট্রাম্প প্রশাসনের অধীনস্থ এই সংস্থা এক ঘোষণায় জানায়, নতুন নিয়ম কার্যকর হলেও আগেই কেনা বিদেশি ড্রোন ব্যবহার করতে পারবেন মার্কিন নাগরিকরা।

এফসিসি প্রকাশিত এক তথ্যপত্রে বলা হয়, ড্রোন প্রযুক্তি অপরাধী চক্র, শত্রুভাবাপন্ন বিদেশি শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়লে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নতুন ও গুরুতর হুমকি তৈরি করতে পারে। এই বিবেচনায় সংস্থাটি তাদের ‘কাভার্ড লিস্ট’ হালনাগাদ করেছে। ওই তালিকায় এমন সব পণ্য অন্তর্ভুক্ত করা হয়, যেগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে উৎপাদিত সব ধরনের ড্রোন (UAS) এবং সেগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও এই তালিকায় যুক্ত হয়েছে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে নেওয়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, বিদেশি ড্রোন ও সংশ্লিষ্ট উপাদানগুলো যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয় এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। তিনি আরও জানান, এফসিসি এখন দেশীয় ড্রোন নির্মাতাদের সঙ্গে কাজ করে মার্কিন ড্রোন শিল্পকে শক্তিশালী করতে চায়।

নতুন এই নিষেধাজ্ঞা একাধিক আন্তর্জাতিক কোম্পানির ওপর প্রভাব ফেলবে। তবে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই (DJI)। বিশ্বব্যাপী ড্রোন বাজারে আধিপত্য বিস্তার করা এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের ভোক্তাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়।

এফসিসির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ডিজেআই এক বিবৃতিতে জানায়, তারা এই পদক্ষেপে সন্তুষ্ট নয়। যদিও নির্দিষ্টভাবে তাদের নাম উল্লেখ করা হয়নি, তবে কোন তথ্য বা মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সে বিষয়ে কোনো স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ডিজেআই আরও জানায়, তারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটির মতে, তারা একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার পক্ষে, যা মার্কিন ভোক্তা ও বাণিজ্যিক ব্যবহারকারীদের উপকারে আসে। তাদের দাবি, ডিজেআইয়ের ড্রোনগুলো নিরাপত্তার দিক থেকে অত্যন্ত নির্ভরযোগ্য এবং মার্কিন সরকারি সংস্থা ও স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পর্যালোচনার মধ্য দিয়ে তা প্রমাণিত।

উল্লেখ্য, ট্রাম্প তার বিভিন্ন মেয়াদে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। চলতি বছরের জুনে জারি করা এক নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দেশীয় ড্রোন উৎপাদন বাড়ানো এবং বিদেশি নিয়ন্ত্রণ বা প্রভাব থেকে ড্রোন সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ এফসিসির সিদ্ধান্ত সেই নীতিরই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন