- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ব্রাসেলস, ১০ সেপ্টেম্বর: মেটা প্ল্যাটফর্মস ও টিকটক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ফি নির্ধারণ পদ্ধতির বিরুদ্ধে দায়ের করা মামলায় জয়লাভ করেছে। তবে নতুন পদ্ধতি প্রবর্তিত না হওয়া পর্যন্ত ২০২৩ সালের ফি ফেরত পাবেন না তারা।
মেটা এবং টিকটক ইউরোপীয় কমিশনের বিরুদ্ধে মামলা করে, কারণ তাদের বার্ষিক বৈশ্বিক নিট আয়ের ০.০৫% হারে নির্ধারিত তত্ত্বাবধান ফি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী যথাযথ হয়নি। ফি নির্ধারণের পদ্ধতি মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এবং পূর্ববর্তী অর্থবছরে লাভ বা ক্ষতির ভিত্তিতে করা হয়। কোম্পানিগুলো বলেছে, এই পদ্ধতি অনুপযুক্ত ও অসমান ফি আরোপের কারণ হয়েছে।
লাক্সেমবার্গের সাধারণ আদালত মেটা ও টিকটকের পক্ষ নেন এবং ইইউ নিয়ন্ত্রকদের ১২ মাসের সময় দিয়েছেন পদ্ধতি সংশোধন করার জন্য। আদালত জানায়, “পদ্ধতিটি বাস্তবায়ন সিদ্ধান্তের প্রেক্ষিতে গ্রহণের পরিবর্তে, একটি ডেলিগেটেড অ্যাক্টের মাধ্যমে গ্রহণ করা উচিত ছিল”।
আদালত নির্দেশ দিয়েছে যে নতুন আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত কোম্পানিগুলোকে ২০২৩ সালের ফি ফেরত দেওয়ার প্রয়োজন নেই। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ফি নির্ধারণের নীতি ও পরিমাণ সঠিক এবং শুধুমাত্র প্রক্রিয়াগত সংশোধন প্রয়োজন।
ডিএসএ, যা নভেম্বর ২০২২ থেকে কার্যকর হয়েছে, খুব বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবৈধ ও ক্ষতিকর কন্টেন্ট মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করে, না হলে তাদের বার্ষিক বৈশ্বিক রাজস্বের ৬% পর্যন্ত জরিমানা হতে পারে।