Tuesday, October 14, 2025

বিক্ষোভের চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী খডগ প্রসাদ শর্মা ওলি


ছবিঃ কাঠমান্ডুতে কমার সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালাচ্ছেন (সংগৃহীত । নিরঞ্জন শ্রেষ্ঠ/এপিএফটো )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

নেপালের প্রধানমন্ত্রী খডগ প্রসাদ শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। সোমবার সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জন যুবকের মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভে দেশজুড়ে চাপ বৃদ্ধি পাওয়ার কারণে তিনি পদত্যাগ করেন।

মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা দেশটির সামাজিক ও রাজনৈতিক বৈষম্য, দুর্নীতি ও সংস্কারহীন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে বিভিন্ন ভবন আগুন ধরিয়ে দেন। যদিও মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা এসেছে, তারপরও বিক্ষোভ চলছেই। রাজধানী কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরও মঙ্গলবারের সকল ফ্লাইট বাতিল করেছে।

সোমবার সকাল ৯টায় কাঠমান্ডুর মাইতিঘর এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়। স্কুলছাত্রসহ হাজার হাজার যুবক এতে অংশ নেন। “জেন জেড বিক্ষোভ” নামে পরিচিত এই আন্দোলন আয়োজন করেছিল অলাভজনক সংস্থা হামি নেপাল। অনুমোদনপ্রাপ্ত এই বিক্ষোভ দ্রুত অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে।

কিছু সময়ের মধ্যে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে নতুন বাণেশ্বরে সংসদ ভবনে প্রবেশ করেন, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। কাঠমান্ডুতে অন্তত ১৭ জন নিহত হন, এবং পূর্বাঞ্চলীয় ইটাহারিতে আরও দুইজন নিহত হন। পুলিশ কর্মকর্তা শিখর খনালের বরাতে সংবাদসংস্থা রয়টার্স জানায়, আহতদের মধ্যে ২৮ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং ১০০-এর বেশি মানুষ চিকিৎসাধীন।

সোমবার রাতের দিকে একটি বিবৃতিতে ওলি নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “এই সহিংসতার ঘটনার তদন্ত করা হবে”।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন চাওয়া যুবকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন