- ১৩ অক্টোবর, ২০২৫
রাশিয়ার ইউক্রেনবিরোধী আকাশ হামলার সময় এক ডজনের বেশি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো ভূপাতিত করেছে পোল্যান্ড ও ন্যাটো বাহিনী। বুধবার ভোরে এ ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়াল পোল্যান্ড ও ন্যাটো।
পোলিশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন প্রবেশের পরপরই যুদ্ধবিমান মোতায়েন করা হয় এবং অস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। বর্তমানে ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ চলছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, আকাশসীমা লঙ্ঘনের একাধিক ঘটনায় সেনাবাহিনী সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। তিনি জানান, “আমি রাষ্ট্রপতি ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অপারেশনাল কমান্ডার সরাসরি আমাকে রিপোর্ট দিয়েছেন।”
এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ও রাডার ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
অন্যদিকে, পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় উইরিকি এলাকায় একটি ড্রোন বা অনুরূপ বস্তু আবাসিক ভবনে আঘাত হানে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয় মেয়র জানিয়েছেন, বাড়িটির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ছবি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইউক্রেনের দাবি, রাশিয়া এ ধরনের হামলার মাধ্যমে পশ্চিমা প্রতিক্রিয়া পরীক্ষা করছে। ঘটনাটি নিয়ে ইউরোপীয় নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।