- ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় গাজার আরও একটি বহুতল ভবন টার্গেট করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সপ্তম প্রধান টাওয়ার যা ধ্বংসের শিকার হলো। একই সঙ্গে গাজা সিটি দখল ও এক মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার অভিযানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
এদিকে, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ছড়িয়ে পড়েছে। ওই সময় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনাও চলছিল।
অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে ইয়াবরুদ গ্রামে ইসরায়েলি বসতকারীদের হামলায় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ওই ব্যক্তি মাথায় আঘাত পান।
হামলার পরপরই ইসরায়েলি সেনারা গ্রামে অভিযান চালায় এবং বাসিন্দাদের ঘরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।
গাজা ও পশ্চিম তীরে চলমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে।