Tuesday, October 14, 2025

ইনস্টাগ্রামে ‘অটো স্ক্রল’ ফিচার: রিলস দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা


প্রতিকি ছবি: ইনস্টাগ্রাম (সংগৃহীত)

রিলস দেখার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিচারে উপভোগ্য করে তুলতে ইনস্টাগ্রাম চালু করেছে একটি নতুন সুবিধা—‘অটো স্ক্রল’। এ ফিচারের মাধ্যমে এখন থেকে রিল ভিডিওগুলো একটির পর একটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে, ব্যবহারকারীকে আর হাত দিয়ে আলাদা করে স্ক্রল করতে হবে না।

আপাতত আইফোন ব্যবহারকারীদের জন্য

এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। কোনো একটি রিল খুলে নিচের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে চাপ দিলে পাওয়া যাবে ‘Auto-Scroll’ অপশনটি। একবার চালু করলেই ভিডিওগুলো নিজের মতো করে চলতে থাকবে, ব্যবহারকারীকে স্ক্রল করার ঝামেলা পোহাতে হবে না।

ব্যস্ত সময়ে ভিডিও দেখার উপযোগী

এই ফিচারটি বিশেষভাবে সহায়ক হবে রান্না, হাঁটা বা অন্য ব্যস্ততার সময় যারা ভিডিও দেখতে চান তাদের জন্য। চোখ রাখলেই চলবে—হাত দিয়ে আর স্ক্রল করার দরকার নেই।

শিগগির আসছে অ্যান্ড্রয়েডেও

ইনস্টাগ্রাম জানিয়েছে, শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা উন্মুক্ত করা হবে। শুধু রিলস নয়, ছবি ও লেখা পোস্টের ক্ষেত্রেও অটো স্ক্রল ফিচার পরীক্ষা করে দেখা হচ্ছে। এর ফলে ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ধারাবাহিক ও সাবলীল হবে বলে আশা করছে কোম্পানিটির মালিক প্রতিষ্ঠান মেটা (Meta)

সময় ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ

যদিও নতুন এই ফিচারটি রিলস দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে, তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন—সতর্ক না হলে এটি ভিডিও দেখার সময় ও ডেটা অপচয়ের কারণ হতে পারে। কারণ, স্ক্রল না করার ফলে ব্যবহারকারীরা অনিচ্ছাকৃতভাবেও অনেক বেশি সময় ধরে ভিডিও দেখে ফেলতে পারেন।

প্রতিযোগিতামূলক বাজারে পদক্ষেপ

টিকটক ও ইউটিউব শর্টসের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এমন ধরনের ফিচার রয়েছে। ইনস্টাগ্রামও এবার সেই ধারায় পা বাড়াল, যা ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে রাখতে সাহায্য করবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন