Tuesday, October 14, 2025

ইংল্যান্ড বনাম স্পেন: ইউরো নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরোনো হিসেব চুকানোর মঞ্চ


ছবি (সংগৃহীত)

আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ"—কাজী নজরুল ইসলামের কালজয়ী লাইন। ইংল্যান্ড নারী ফুটবল দল হয়তো এই কবিতার কথা জানে না, কিন্তু তারা আজ মাঠে নামবে এক ঋণ শোধের মিশনে।

সুইজারল্যান্ডের বার্নের সেন্ট জ্যাকব-পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরো নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্পেন। দুই বছর আগের ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের প্রতিশোধের সুযোগ এবার পাচ্ছে ইংলিশ মেয়েরা।

পুরোনো শত্রু, নতুন যুদ্ধ

২০২৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। সেই ম্যাচের বেদনা এখনও তাজা ইংলিশ শিবিরে। এবার মঞ্চ ভিন্ন, তবে প্রতিপক্ষ একই—ফাইনালেই দেখা হচ্ছে আবার।

ইংল্যান্ড দল এবার টানা দ্বিতীয় ইউরো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে। গত আসরের ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ফর্ম ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও এবারের ফাইনাল ঘিরে চাপটাও তেমনি।

স্পেনের স্বপ্নের চূড়ান্ত পর্ব

ইউরোপের পুরুষ ফুটবলে বিশ্বসেরা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলেও নারী ফুটবলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এখনো অধরা স্পেনের জন্য। এবার প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে দলটি। এখন তাদের লক্ষ্য, প্রথম শিরোপা জয় করে সেই ইতিহাস পূর্ণতা দেওয়া।

সম্ভাব্য লড়াই

ইংল্যান্ডের আক্রমণভাগে রয়েছেন লারেন হেম্প, বেথ মিড ও চলো কেলি, যারা প্রতিপক্ষের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দিতে সক্ষম। অন্যদিকে স্পেনের ভরসা আলেক্সিয়া পুতেয়াস ও সালমা পারালুয়েলোর মতো খেলোয়াড়দের ওপর, যারা মাঝমাঠ থেকে খেলা গড়ে তুলতে ও গোল আদায় করতে দক্ষ।

ম্যাচের সময়সূচি:

  • তারিখ: ২৭ জুলাই ২০২৫

  • সময়: রাত ১০টা (বাংলাদেশ সময়)

  • স্থান: সেন্ট জ্যাকব-পার্ক, বার্ন, সুইজারল্যান্ড

ফাইনালের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইতিহাস, প্রতিশোধ আর গৌরবের টানাপোড়েনে আজ রাতে ইউরোপীয় নারী ফুটবলের দুই শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে এক মহারণে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন