Friday, December 5, 2025

হরর-কমেডি ইউনিভার্সে নতুন অধ্যায়; ম্যাডক ফিল্মসের ‘থামা’ বক্স অফিসে দাপট


ছবিঃ ‘থামা’ সিনেমায় রাশমিকা ও আয়ুষ্মান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ সম্প্রতি দীপাবলির সময় মুক্তি পেয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত এই ছবিতে রয়েছে ভূত-কমেডির মিশ্রণ এবং রোমান্সের সমাহার, যা দর্শকদের মনোরঞ্জনে ভূমিকা রেখেছে। ছবির রোমান্টিক জুটি আছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে ২৪ কোটি রুপির ওপেনিং অর্জন করে। প্রথম সপ্তাহে দেশীয় আয় ১০০ কোটি রুপি ছুঁয়েছে। দ্বিতীয় সপ্তাহান্তে আয় কিছুটা কমলেও, রোববার পর্যন্ত ভারতে মোট ১২০ কোটি রুপি এবং বিদেশে প্রায় ২ দশমিক ৮ মিলিয়ন ডলার আয় করেছে। এতে ১৩ দিনে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৭ কোটি রুপিতে।

বিশ্লেষকদের মতে, ছবির বাজেট প্রায় ১৫০ কোটি রুপি, তাই নিট আয় হিসেবে ১৫০ কোটি পার না করলে ‘ক্লিন হিট’ বলা যাবে না। দ্বিতীয় সপ্তাহান্তে ছবির আয় কমে ১২ কোটি রুপি, ফলে লক্ষ্য পূরণের জন্য আরও কিছুটা গতি প্রয়োজন।

তবে ওটিটি, স্যাটেলাইট এবং মিউজিক রাইটস বিক্রি মিলিয়ে সিনেমাটি ইতিমধ্যেই খরচ তুলেছে, ফলে ব্যবসায়িকভাবে ম্যাডক ফিল্মসের জন্য লাভজনক হিসেবে ধরা হচ্ছে।

গল্পের ক্ষেত্রে, ‘থামা’ ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে নতুন কাহিনি যুক্ত করেছে। এখানে উঠে এসেছে বেতাল বা ভ্যাম্পায়ারের গল্প, যেখানে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার পাশাপাশি আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রধান প্রতিপক্ষের চরিত্রে।

প্রকাশিত বক্স অফিস রিপোর্ট এবং দর্শক প্রতিক্রিয়ার ভিত্তিতে বলা যাচ্ছে, ‘থামা’ দর্শকপ্রিয় ছবি হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে, তবে ‘হিট’ ঘোষণা করতে হলে সামনের দিনগুলোয় আরও আয় বাড়াতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন