Friday, December 5, 2025

গভর্নর অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ


ছবি: সম্মানসূচক অস্কার হাতে টম ক্রুজ। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউডের সুপরিচিত অভিনেতা টম ক্রুজ সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মানসূচক অস্কার (Honorary Oscar) অর্জন করেছেন। এই পুরস্কার তাকে তুলে দেন বিশ্বখ্যাত পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। চার দশকের ক্যারিয়ারে এটি টম ক্রুজের অন্যতম বড় সম্মান, যিনি এর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হলেও প্রতিযোগিতামূলক অস্কার জিততে পারেননি।

অনুষ্ঠানে টম ক্রুজের সঙ্গে আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। চলতি বছর একই সম্মান পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন পেলেন জিন হারশল্ট মানবিকতা পুরস্কার, যদিও স্বাস্থ্যগত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অস্কার গ্রহণের পর টম ক্রুজ আবেগাপ্লুত হয়ে বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবী ঘুরিয়েছে। এটি বিভিন্ন সংস্কৃতি ও মতপার্থক্যের প্রতি সম্মান করতে শিখিয়েছে। আমরা যেখান থেকেই আসি না কেন, প্রেক্ষাগৃহের ভেতরে একসঙ্গে হাসি, কাঁদি, আশায় বুক বাঁধি এটাই সিনেমার শক্তি। সিনেমা শুধু আমার পেশা নয়, এটি আমার পরিচয়।”

তিনি তার শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, “ছোটবেলা থেকে সিনেমার প্রেমে পড়ি। অন্ধকার হলে প্রজেক্টরের আলো যখন পর্দায় বিস্ফোরণ ঘটাত, মনে হতো পরিচিত পৃথিবীর বাইরে আরেকটা বিশাল জগৎ খুলে যাচ্ছে। সেই আলো আমার ভেতরে কৌতূহল, দুঃসাহসিকতার ক্ষুধা, জ্ঞানার্জনের আগ্রহ, মানবতাকে বোঝার তাগিদ এবং গল্প বলার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল।” তিনি আরও যোগ করেন, “শৈশবে দেখানো সেই আলোর রেখাই আমাকে দেখিয়েছে, চাইলেই নিজের সীমানা ছাড়িয়ে যাওয়া সম্ভব।”

গভর্নর অ্যাওয়ার্ডসের লালগালিচা জমজমাট ছিল। উপস্থিত ছিলেন হলিউডের আরও বড় তারকা যেমন জেনিফার লরেন্স, মাইকেল বি জর্ডান, সিডনি সুইনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন এবং এমা স্টোন।

বর্তমানে টম ক্রুজ আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন সিনেমার শুটিং করছেন, যার নাম এখনও চূড়ান্ত হয়নি।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন