- ১৩ অক্টোবর, ২০২৫
জনপ্রিয় গায়ক আসিফ আকবর শনিবার সকালে নিজের ফেসবুক পেজে রাজনৈতিক নেতাদের নিয়ে নিজের পর্যবেক্ষণ শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।” কোনো নাম উল্লেখ না করলেও, তার মন্তব্যে স্পষ্ট ব্যঙ্গ ও সমালোচনা প্রকাশ পেয়েছে।
মন্তব্যের ঘরে আসিফ আরও লিখেছেন, “চেয়ারের মধ্যে বান্দরের শলা থাকে, উপায় নাই।” দেশের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও মতামত জানাতে পরিচিত এই গায়ক, বর্তমানে যুক্তরাষ্ট্রে দুই মাসের সফরে আছেন এবং বিভিন্ন অঙ্গরাজ্যে গান পরিবেশন করবেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করে আসিফ, যার কারণে তার এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়েছে।