Monday, January 19, 2026

এক বিলিয়ন ডলার মূল্যায়নে সিরিজ–এ তহবিল তুলল এআই স্টার্টআপ ‘রিজলভ এআই’


প্রতীকী ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

স্বয়ংক্রিয় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ রিজলভ এআই নতুন করে সিরিজ–এ বিনিয়োগ সংগ্রহ করেছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগ রাউন্ডের নেতৃত্ব দিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্স।

সূত্রগুলো জানায়, সর্বশেষ বিনিয়োগে রিজলভ এআই-এর শিরোনাম মূল্যায়ন ধরা হয়েছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিনিয়োগটি একাধিক ধাপে (মাল্টি-ট্রাঞ্চ) সম্পন্ন হওয়ায় প্রকৃত গড় মূল্যায়ন কিছুটা কম। এই কাঠামোয় বিনিয়োগকারীরা আংশিক শেয়ার কিনেছেন এক বিলিয়ন ডলার মূল্যে, আর বাকি অংশ কিনেছেন তুলনামূলক কম দামে। সাম্প্রতিক সময়ে উচ্চ সম্ভাবনাময় এআই স্টার্টআপগুলোর ক্ষেত্রে এমন বিনিয়োগ পদ্ধতির ব্যবহার বাড়ছে বলে বিনিয়োগকারীরা জানিয়েছেন।

রিজলভ এআই-এর বর্তমান বার্ষিক পুনরাবৃত্ত আয়ের (ARR) পরিমাণ আনুমানিক ৪ মিলিয়ন ডলার বলে জানা গেছে। তবে সিরিজ–এ রাউন্ডে মোট কত অর্থ তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে রিজলভ এআই বা লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুই বছরেরও কম সময় আগে প্রতিষ্ঠিত রিজলভ এআই-এর নেতৃত্ব দিচ্ছেন স্পাইরোস জ্যান্থোস ও ময়াঙ্ক আগরওয়াল। দুজনই এর আগে ডেটা ও অবজারভেবিলিটি প্রতিষ্ঠান স্প্লাঙ্কে শীর্ষ পদে কাজ করেছেন। তাঁদের পেশাগত সম্পর্কের শুরু প্রায় দুই দশক আগে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনে স্নাতকোত্তর পড়াশোনার সময়। এর আগে তাঁরা একসঙ্গে অমনিশন নামের একটি স্টার্টআপ গড়ে তুলেছিলেন, যা ২০১৯ সালে স্প্লাঙ্ক অধিগ্রহণ করে।

রিজলভ এআই মূলত একটি স্বয়ংক্রিয় সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার (SRE) সিস্টেম তৈরি করছে, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সফটওয়্যার সিস্টেমের ত্রুটি শনাক্ত, বিশ্লেষণ এবং সমাধান করতে সক্ষম। প্রচলিতভাবে যেখানে মানব এসআরইদের হাতে এসব কাজ নির্ভর করত, সেখানে রিজলভ এআই তা রিয়েল-টাইমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউডভিত্তিক ও জটিল সফটওয়্যার অবকাঠামোর যুগে দক্ষ এসআরই পাওয়া ও ধরে রাখা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিজলভ এআই-এর মতো স্বয়ংক্রিয় সমাধান সিস্টেম ডাউনটাইম কমাতে, পরিচালন ব্যয় হ্রাস করতে এবং প্রকৌশলীদের নতুন পণ্য ও ফিচার উন্নয়নে মনোযোগ দিতে সহায়তা করতে পারে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রিজলভ এআই গ্রেলক-এর নেতৃত্বে ৩৫ মিলিয়ন ডলারের সিড বিনিয়োগ সংগ্রহ করেছিল। ওই রাউন্ডে অংশ নিয়েছিলেন ওয়ার্ল্ড ল্যাবসের প্রতিষ্ঠাতা ফেই-ফেই লি এবং গুগল ডিপমাইন্ডের শীর্ষ বিজ্ঞানী জেফ ডিন।

এআইভিত্তিক এসআরই খাতে রিজলভ এআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে ট্রাভার্সাল, যা এরই মধ্যে ক্লাইনার পারকিন্স ও সিকোইয়ার অংশগ্রহণে ৪৮ মিলিয়ন ডলারের সিরিজ–এ বিনিয়োগ তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন