- ০৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত বাংলাদেশি কয়েকটি সিনেমার শুটিং মূলত ভারতের বিভিন্ন লোকেশনে হওয়ার কথা ছিল। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কথাবার্তাও হয়েছিল। কিন্তু দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের শিল্পীদের মধ্যে অস্বস্তির কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকরা শুটিংয়ের পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। ফলে ভারতের পরিবর্তে এখন শ্রীলঙ্কা হয়ে উঠেছে নতুন গন্তব্য।
মেহেদী হাসানের পরিচালিত ‘রাক্ষস’ সিনেমার শুটিং ইতোমধ্যেই শ্রীলঙ্কায় শুরু হয়েছে। পরিচালক জানিয়েছেন, ২৮ সদস্যের ইউনিট নিয়ে তারা সেখানে টানা ১৮ দিনের শুটিং করবেন। মেহেদী হাসান বলেন, “ভারতের ভিসা পাওয়ার পরিবেশ এখন আগের মতো সুবিধাজনক নয়। অন্যদিকে শ্রীলঙ্কায় আমাদের প্রয়োজনীয় লোকেশন সহজে পাওয়া যাচ্ছে এবং সুন্দরভাবে শুটিং করা সম্ভব।”
সিনেমায় ঢালিউডের সিয়াম আহমেদ এবং কলকাতার সুস্মিতা চ্যাটার্জি প্রধান চরিত্রে অভিনয় করছেন। শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত হবেন একজন বলিউড খল অভিনেতাও।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন’ সিনেমার শুটিং আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যেই নির্মিত হচ্ছে। প্রাথমিকভাবে শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদ ও কলকাতায়, তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার লোকেশন বেছে নেওয়া হয়েছে।
শাকিব খান অভিনীত ছবিতে তিনজন নায়িকা থাকবেন। ইতিমধ্যেই কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকার তাসনিয়া ফারিণের নাম প্রকাশ হয়েছে। তৃতীয় নায়িকার নাম এখনও গোপন রাখা হয়েছে। পরিচালক ও প্রযোজক চমক হিসেবে বিষয়টি প্রকাশ্যে আনছেন না।
নাম প্রকাশ না করার শর্তে আরও তিনটি ছবির পরিচালক ও প্রযোজক জানিয়েছেন, তারা ভারতের কিছু গান ও গুরুত্বপূর্ণ দৃশ্য শুটিং করার পরিকল্পনা করেছিলেন, তবে এখন শ্রীলঙ্কা বেছে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতেও কিছু অংশে শুটিং করার সম্ভাবনা রয়েছে।
শিল্পী ও প্রযোজকরা জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিংয়ের পরিকল্পনায় বারবার পরিবর্তন আনতে হচ্ছে। ফলে শ্রীলঙ্কা এখন বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য প্রধান শুটিং গন্তব্য হিসেবে উঠে এসেছে।