- ১৩ অক্টোবর, ২০২৫
প্রযুক্তি জগতের অন্যতম বৃহৎ কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য AWS Summit-এ একটি নতুন এআই এজেন্ট মার্কেটপ্লেস চালু করতে যাচ্ছে। পার্টনার হিসেবে এই উদ্যোগে যুক্ত হচ্ছে অ্যানথ্রপিক, যারা বর্তমানে এআই জগতে অন্যতম শীর্ষস্থানীয় নাম।
AI এজেন্ট বর্তমানে প্রযুক্তি জগতে বহুল আলোচিত একটি ক্ষেত্র। যদিও “AI এজেন্ট” শব্দটির নির্দিষ্ট সংজ্ঞা এখনো কিছুটা অস্পষ্ট, তবে সাধারণভাবে এটি এমন সফটওয়্যারকে বোঝায় যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পাদন করতে পারে — যেমন অন্য সফটওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা।
AWS-এর নতুন মার্কেটপ্লেসটি স্টার্টআপদের তাদের নিজস্ব AI এজেন্ট সরাসরি AWS গ্রাহকদের কাছে পৌঁছাতে দেবে। সেইসঙ্গে, কর্পোরেট ও এন্টারপ্রাইজ গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী এজেন্ট ব্রাউজ, ইনস্টল এবং ব্যবহারের উপযোগী করে বেছে নিতে পারবেন — একক প্ল্যাটফর্ম থেকে।
এই মার্কেটপ্লেসের মাধ্যমে অ্যানথ্রপিক তার API ব্যবহার করে তৈরি এজেন্টগুলোর বিস্তার আরও বাড়াতে পারবে এবং প্রতিযোগী প্রতিষ্ঠান যেমন OpenAI-এর গ্রাহকদের দিকেও আকর্ষণ করতে পারবে। AWS-এর এই পদক্ষেপে অ্যানথ্রপিক-এর সম্ভাব্য আয় ও ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অ্যানথ্রপিক-এ ইতিমধ্যেই অ্যামাজনের বড় অংকের বিনিয়োগ রয়েছে এবং আরও কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ শীঘ্রই আসার কথা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। মে মাসের শেষদিকে অ্যানথ্রপিক তাদের বার্ষিক আয় ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে।
যেকোনো অনলাইন মার্কেটপ্লেসের মতো, AWS স্টার্টআপদের আয় থেকে একটি ছোট অংশ কমিশন হিসেবে নেবে। তবে এই শেয়ার খুবই নগণ্য হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মার্কেটপ্লেসটি স্টার্টআপদের জন্য নতুন রাজস্বধারার পথ খুলে দেবে।
এআই এজেন্ট বিক্রি ও মূল্য নির্ধারণের পদ্ধতি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ভিত্তিক মডেলের মতো হবে — মানে এটি আলাদা প্যাকেজ হিসেবে বিক্রি হবে, বড় সার্ভিসের অংশ হিসেবে নয়।
তবে অ্যামাজন এই প্রথম কোনো কোম্পানি নয়, যারা এজেন্ট মার্কেটপ্লেস চালু করছে। এর আগে গুগল ক্লাউড এপ্রিলে তাদের এআই এজেন্ট মার্কেটপ্লেস চালু করেছে। মাইক্রোসফট মে মাসে মাইক্রোসফট ৩৬৫ কপাইলট এ এজেন্ট স্টোর চালু করেছে। এ ছাড়া সেলসফোর্স -এর মতো এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানিগুলোরও নিজেদের AI এজেন্ট মার্কেটপ্লেস রয়েছে।