Friday, December 5, 2025

দক্ষিণ কোরিয়ায় স্টকিং মোকাবিলায় নতুন মোবাইল অ্যাপ


ছবিঃ সংশোধিত আইনের আওতায়, ভুক্তভোগীরা তাদের স্টকার কাছাকাছি থাকলে তার অবস্থান দেখতে পারবে। (সংগৃহীত | বিবিসি নিউজ)

স্টাফ রিপোর্ট: PNN 

দক্ষিণ কোরিয়ায় ক্রমবর্ধমান স্টকিং–সংক্রান্ত অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। শিকারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার তৈরি করা হচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে ভুক্তভোগীরা রিয়েল-টাইমে তাদের স্টকারের অবস্থান জানতে পারবেন।

বুধবার দেশটির আইন মন্ত্রণালয় জানায়, এই অ্যাপটি ইলেকট্রনিক মনিটরিং আইন সংশোধনের অংশ হিসেবে উন্নয়ন করা হচ্ছে। এর আগে, স্টকার কাছাকাছি এলে ভুক্তভোগীরা এসএমএস সতর্কবার্তা পেতেন, কিন্তু এতে অপরাধীর সুনির্দিষ্ট অবস্থান বা কোন দিক থেকে আসছে তা জানা যেত না। ফলে অনেকেই যথাসময়ে নিরাপদ স্থানে সরে যেতে পারতেন না।

সংশোধিত আইনের আওতায় ভুক্তভোগীরা স্মার্টফোনে মানচিত্রের মাধ্যমে স্টকারের অবস্থান দেখতে পারবেন। স্টকারদের শনাক্ত করতে ব্যবহার করা হবে ইলেকট্রনিকভাবে নজরদারি করা যায় এমন বিশেষ ধরনের পরিধেয় ডিভাইস।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই সিস্টেমটি দেশের জরুরি সহায়তা হটলাইন ব্যবস্থার সঙ্গেও সংযুক্ত করা হবে, যাতে প্রয়োজনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে সুরক্ষা দিতে পারে। আগামী বছর এই সংযুক্তিকরণ সম্পন্ন হবে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় স্টকিং এখন বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা, গোপনে ভিডিও ধারণ, অনলাইন হুমকির মতো ঘটনাগুলো গত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে দীর্ঘদিন ধরে স্টকিংয়ের শিকার এক তরুণীকে তার সহকর্মী হত্যা করলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী আগেই পুলিশকে বিষয়টি জানালেও তাকে "কম ঝুঁকিপূর্ণ" বিবেচনা করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

২০২১ সালে দেশটি প্রথমবারের মতো স্টকিংবিরোধী আইন প্রণয়ন করে, যাতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৩০ মিলিয়ন ওন পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ২০২৩ সালে আইনে সংশোধন এনে স্টকারদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া আরও সহজ করা হয়।

আইন পরিবর্তনের পর স্টকিং–সংক্রান্ত অভিযোগও উল্লেখযোগ্য হারে বেড়েছে ২০২২ সালে যেখানে অভিযোগ ছিল ৭,৬০০, সেখানে গত বছরে সংখ্যাটি পেরিয়েছে ১৩ হাজারের বেশি।

নতুন অ্যাপটি চালু হলে ভুক্তভোগীরা আরও দ্রুত সতর্ক হতে পারবেন এবং বিপদ এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন বলে আশা করছে সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন