Tuesday, October 21, 2025

ডিভোর্স নয়, ভুল বোঝাবুঝি; রাগের মাথায় দেওয়া ঘোষণার ব্যাখ্যা দিলেন মাহি


ফাইল ছবিঃ মাহিয়া মাহি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে সম্প্রতি মাহি জানিয়েছেন, তাদের ডিভোর্স হয়নি এবং তিনি রাগের মাথায় সেই ঘোষণা দিয়েছিলেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। পাঁচ বছরের সংসারের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে মাহি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। মাহি গণমাধ্যমে বলেছিলেন, "আমরা একসঙ্গে থাকার চেয়ে বন্ধুত্ব বজায় রাখা ভালো, কারণ রাকিব একজন খুব যত্নশীল বাবা এবং ফারিশের জন্য খুবই যত্নবান।"

এদিকে, কিছুদিন আগে মাহি রাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেছেন, "ছবিটি ভারতে তোলা হয়েছিল, কিন্তু তখন প্রকাশ করা হয়নি। এখন, যেহেতু উইকিপিডিয়ায় আমাদের ডিভোর্স হয়েছে বলা হচ্ছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও ‘ম্যারিড’ লেখা আছে।"

এছাড়া, মাহি বলেছেন, "আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমাদের সম্পর্ক ভালো রয়েছে।"

মাহির এই বিবৃতির পর, তার ভক্ত এবং বিনোদন অঙ্গনের অনেকে তার বক্তব্যে বিভ্রান্ত হয়েছেন। অনেকেই ধারণা করছেন, মাহি যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং হয়তো সেই কারণেই তিনি এই ধরনের কৌশল নিয়েছেন।

মাহি সম্প্রতি ‘অন্তর্যামী’ নামের একটি নতুন ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন। ছবিটির প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, যেখানে মাহি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন