- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
গত এক মাসে ঢাকায় একের পর এক আন্তর্জাতিক কনসার্ট বাতিল হওয়ায় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের আজমত আলী, ভারতের অনুব জৈন, পাকিস্তানি জাল ব্যান্ড ও কাবিশের পর সর্বশেষ এই তালিকায় যুক্ত হয় জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের নাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত বাতিল করা হয় তাঁর কনসার্ট।
তবে কনসার্ট বাতিল হলেও বাংলাদেশ সফর বাতিল করেননি আতিফ আসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, তিনি ঢাকায় অবস্থান করে একাধিক প্রাইভেট কনসার্টে অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি পারফর্ম করবেন বলে জানা গেছে।
‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানে বিকেল চারটা থেকে সংগীত পরিবেশন করবেন আতিফ আসলাম। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোতে গান পরিবেশন করেন তিনি। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ১৭ ডিসেম্বর আরও একটি ব্যক্তিগত আয়োজনে তাঁর পারফরম্যান্সের খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছিল ‘মেইন স্টেজ ইনক’, যেখানে সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে, যা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। ওই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি সংগীত পরিচালক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ দেশীয় শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল।
কনসার্ট বাতিলের পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে এক ফেসবুক বার্তায় দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। সেখানে তিনি জানান, প্রয়োজনীয় স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক ব্যবস্থাপনা সম্পন্ন না হওয়ায় নির্ধারিত তারিখে কনসার্টটি আয়োজন সম্ভব হয়নি।
এদিকে প্রকাশ্য কনসার্ট বাতিল হলেও ঢাকায় আতিফ আসলামের উপস্থিতি ও ধারাবাহিক প্রাইভেট শো আয়োজন নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।