Sunday, January 11, 2026

ব্যক্তিগত সংগ্রামের গল্পের মাঝেই নতুন থ্রিলার সিরিজের দ্বিতীয় সিজনে ফিরছেন জেনিফার গারনার


ছবিঃ জেনিফার গারনার এবং বেন অ্যাফলেক। (সংগৃহীত । সিএনএন । গেটি ইমেজেস)

বিনোদন ডেস্ক: PNN

হলিউড অভিনেত্রী জেনিফার গারনার সম্প্রতি মারি ক্লেয়ার ইউকের সঙ্গে এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত অর্জন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেছেন। বিশেষ করে তিনি নিজের প্রাক্তন স্বামী বেন অ্যাফলেকের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব ভাগাভাগি করার দিক নিয়ে কথা বলেছেন এবং বলেছেন কীভাবে তিনি মানসিক শান্তি রক্ষা করছেন।

জেনিফার জানান, “আমি নিজেকে ট্যাবলয়েড কাগজপত্রের গসিপ থেকে দূরে রাখি। এটা আমার জন্য বা আমার সন্তানদের জন্য কোনো উপকারে আসে না। তাই আমি তা করি না।” তিনি আরও বলেন, “গত দশকে যা শিখেছি, তার মধ্যে একটি হলো নিজের মানসিক শান্তি রক্ষা করা এবং অপ্রয়োজনীয় গসিপে জড়িয়ে না পড়া।”

জেনিফার ও বেনের তিন সন্তান রয়েছে—ভায়োলেট (২০০৫), সেরাফিনা (২০০৯) এবং স্যামুয়েল (২০১২)। তারা ২০০৫ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৫ সালে তাদের ১০তম বিবাহবার্ষিকীর ঠিক পরের দিন বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন।

২০ বছরেরও বেশি সময় পার হলেও, তারা একসাথে দেখা দিলে সংবাদ শিরোনামে উঠে আসেন। গত বছরও, জেনিফার লোপেজের সঙ্গে বেনের তালাক সুরাহা হওয়ার এক মাস পর তারা ছেলে স্যামুয়েলের জন্মদিনে মিলিত হন।

বেনও ট্যাবলয়েড কাগজপত্র নিয়ে জেনিফারের মতই অভিমত পোষণ করেন। তিনি GQ ম্যাগাজিনকে বলেছেন, “আমরা এক অভ্যাস করতাম—সুপারমার্কেটে কিছু দেখলে বলতাম, ‘সবই সত্য নয়। যদি সত্য হতো, তোমার ১৫ ভাই বা বোন হতো।’”

জেনিফার জানান, বর্তমান পরিস্থিতি ভালো হলেও, অতীতে তা সবসময় এমন ছিল না। তিনি বলেন, “আপনাকে বোঝাপড়া করতে হবে কি সামলাতে পারবেন আর কি পারবেন না। আমি যা বাইরে ছাপা হত, তা সামলাতে পারতাম না।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “সবচেয়ে কঠিন ছিল পরিবার ভেঙে যাওয়া। একটি সত্যিকারের পার্টনারশিপ এবং বন্ধুত্ব হারানোই সবচেয়ে কষ্টদায়ক।”

জেনিফারের নতুন থ্রিলার সিরিজ “The Last Thing He Told Me” এর দ্বিতীয় সিজন আগামী ২০ ফেব্রুয়ারি অ্যাপল টিভি+-এ মুক্তি পাবে।

Super Admin

PNN

Please Login to comment in the post!

you may also like