Tuesday, October 14, 2025

ব্যক্তিগত জীবনকে 'কনটেন্ট' বানানোর প্রতিবাদ, পরীমনির কঠোর হুঁশিয়ারি।


ফাইল ছবিঃ পরি মনি (সংগৃহীত)

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তার ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন নিয়ে কিছু কনটেন্ট ক্রিয়েটার সামাজিক মাধ্যমে ভিডিও এবং ছবি ছড়িয়ে দেওয়ায় নায়িকা ক্ষিপ্ত হয়েছেন।

পরীমনি জন্মদিনের অনুষ্ঠানের আগে জানিয়েছিলেন, তিনি আর নিজের জন্মদিনের মতো ধুমধামপূর্ণ উদযাপন করবেন না, বরং সন্তানদের জন্মদিন উদযাপনে মনোযোগ দেবেন। ঠিক সেই মতো গত ১০ আগস্ট নিজের ছেলের জন্মদিন তার একান্ত কাছের মানুষদের সঙ্গে উদযাপন করেন।

কিন্তু ছয় দিন পর দেখা যায়, অনুষ্ঠানের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এটি দেখে ক্ষুব্ধ পরীমনি শনিবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রমাণ করছে তারা আমার জীবনে মাত্র ক্ষুদ্র প্রভাবশালী। ১০ তারিখে আমার সন্তানদের জন্য একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। কিন্তু কিছু উল্লুক ও বেহায়া ব্যক্তি এসে আমার ইভেন্টের রিলস এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আমি নিজে এখনও কিছু পোস্ট করিনি।”

পরীমনি আরও জানান, তার সন্তানরা কখনো ব্যবসায়িক উপাদান নয় এবং তাদের ব্যক্তিগত মুহূর্তকে কনটেন্ট বানানো উচিত নয়। তিনি লিখেছেন, “যারা মানুষের জীবনের মূল্যবান সময় পাবলিক করে, তারা আমার ক্ষিপ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। আমি আগে বলেছি, আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান নয়। যারা ভালো লাগেনি, তারা এবার শিখুক।”

পরীমনি বার্তা দিয়েছেন, যে কনটেন্ট ক্রিয়েটাররা আগের সতর্কতা না মানে, তাদের সঙ্গে কঠোর মনোভাব রাখবেন। তিনি স্পষ্ট করেছেন, তার সন্তানদের ব্যক্তিগত মুহূর্ত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

এই ঘটনার মাধ্যমে পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিরাপত্তা রক্ষায় সচেতনতা প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন