Monday, January 19, 2026

ব্যাংক হতে চায় পেপ্যাল: যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন


ছবিঃ পেপ্যাল কার্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অনলাইনভিত্তিক জনপ্রিয় পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল যুক্তরাষ্ট্রে ব্যাংক হিসেবে কার্যক্রম চালানোর লক্ষ্য নিয়ে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে। আর্থিক খাতে তুলনামূলক শিথিল নীতির সুযোগ কাজে লাগিয়ে ফিনটেক কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেই সুযোগেই এগোচ্ছে পেপ্যাল।

সোমবার প্রতিষ্ঠানটি জানায়, তারা উটাহ ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং লাইসেন্সের আবেদন জমা দিয়েছে। ব্যাংক হিসেবে অনুমোদন পেলে পেপ্যাল ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ ও দ্রুত করতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, ছোট ব্যবসায়ীদের জন্য পুঁজি সংগ্রহ এখনো বড় বাধা। ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করতে পারলে পেপ্যালের নিজস্ব সক্ষমতা বাড়বে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্রে আর্থিক খাতে নীতিগত নমনীয়তা ফিনটেক, নিওব্যাংক ও ক্রিপ্টো কোম্পানিগুলোকে ব্যাংকিং খাতে প্রবেশের সুযোগ করে দিয়েছে। চলতি বছরই ব্রাজিলভিত্তিক ডিজিটাল ব্যাংক নুব্যাংক এবং ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসও ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।

১৯৯৮ সালে ইলন মাস্ক ও পিটার থিয়েল পেপ্যাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে চার লাখের বেশি গ্রাহককে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থায়ন সুবিধা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে নিজস্ব ব্যাংকিং লাইসেন্স পেলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমবে এবং গ্রাহকদের আমানত এফডিআইসির বীমা সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।

এর আগে ইউরোপের লুক্সেমবার্গে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে পেপ্যাল। পাশাপাশি প্রতিষ্ঠানটি জানিয়েছে, টয়োটার ফিন্যান্সিং ব্যবসার সাবেক প্রধান নির্বাহী মারা ম্যাকনিলকে নতুন ব্যাংক উদ্যোগের শীর্ষ দায়িত্বে নিয়োগ দেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন